বিনোদন
কারিনাকে বিয়ে করায় হত্যার হুমকি
বিনোদন ডেস্ক
১১ নভেম্বর ২০২৪, সোমবারধর্মনিরপেক্ষ দেশ হলেও ধর্ম নিয়ে হানাহানির ঘটনা ভারতে কম হয়নি। ২০১২ সালে পরিবারের সম্মতিতে বিয়ে করেন সাইফ আলি খান এবং কারিনা কাপুর। পতৌদি পরিবারের নবাবের সঙ্গে হিন্দু কাপুর পরিবারের মেয়ের বিয়ে খবর শুনে যেমন হুমকির মুখে পড়েছিলেন সাইফ-কারিনা নিজে, তেমনই দুই পরিবারকেও হত্যার হুমকি খেতে হয়েছিল। বলিউড নবাব নিজেই জানিয়েছিলেন সেই ঘটনা।