ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

বস্ত্র ও পোশাক শিল্পে উদ্ভাবনকে এগিয়ে নিতে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন-৯ শুরু

অর্থনৈতিক রিপোর্টার

(৪ সপ্তাহ আগে) ১০ নভেম্বর ২০২৪, রবিবার, ৬:৩২ অপরাহ্ন

mzamin

টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন-৮ এর সফল সমাপ্তির পর, টেক্সটাইল টুডে ইনোভেশন হাব টেক্সটাইল ট্যালেন্ট হান্ট (টিটিএইচ) সিজন-৯ এর গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকার সোনারগাঁও হোটেলে এই গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়। টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন ৯, প্রেজেন্টেড বাই সেন্ট্রো টেক্স লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইউরো ডাই-সিটিসি এর লক্ষ্য হলো- সেক্টরে কর্মরত ব্যক্তিদের মধ্যে ইনভেশন কালচার ছড়িয়ে দেয়া এবং বৃহত্তরভাবে ব্যবসায় উদ্ভাবন করা।
প্রফেসর ডক্টর মোহাম্মদ জুলহাস উদ্দিন, ভাইস চ্যান্সেলর, বুটেক্স টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন ৯ গ্র্যান্ড লঞ্চিং ঘোষণা করেন। তিনি তারেক আমিন, প্রতিষ্ঠাতা এবং সিইও, টেক্সটাইল টুডে ইনোভেশন হাবকে অভিনন্দন জানান, দীর্ঘ সময় ধরে এই ধরনের উদ্ভাবনী অনুষ্ঠান পরিচালনা করার জন্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ হাতেম, সভাপতি, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ); এনামুল হক খান, ব্যবস্থাপনা পরিচালক, অনন্ত কোম্পানি; ইঞ্জি. এহসানুল করিম কায়সার, আহ্বায়ক, ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট (আইটিইটি); মোফাজ্জল হোসেন পাভেল, সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস বাংিয়ং হাউস এসোসিয়েশন (বিজিবিএ); আবরার হোসেন সায়েম, সভাপতি, বাংলাদেশ এপারেল ইউথ লিডার্স এসোসিয়েশন (বায়লা); এবং এটিএম মাহাবুবুল আলম চৌধুরী, নির্বাহী পরিচালক, মাসকো গ্রুপ। 
টিটিএইচ জাজেস প্যানেলের চেয়ারম্যান প্রফেসর ড. আইয়ুব নবী খান প্রো-ভিসি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, এবং সদস্য সচিব মোহাম্মদ আব্বাস উদ্দিন (শিয়াক) সহ আরও অনেক বিশিষ্ট শিল্প নেতা, বিশেষজ্ঞ, কারখানার মালিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বস্ত্র এবং পোশাক শিল্প ক্রমাগত বিকশিত হচ্ছে। উদ্ভাবনী পণ্য, টেকসই অনুশীলন এবং সৃজনশীল সমাধানের চাহিদা বাড়ছে। এই কারণেই টেক্সটাইল আন্ডারগ্রাজুয়েটদের শিল্পে সফল হওয়ার জন্য উদ্ভাবনীতা অত্যাবশ্যক। শিল্পের দৃষ্টিভঙ্গি অনুসরণ করে, টেক্সটাইল টুডে ইনোভেশন হাব টেক্সটাইল ট্যালেন্ট হান্টের মাধ্যমে ব্যপক প্রভাব বিস্তারকারী উদ্যোগের মাধ্যমে ইনোভেশন মাস্টারমাইন্ড (ছাত্রদের) মেধা বিকাশের জন্য কাজ করে, যারা ভবিষ্যতে শিল্পকে নেতৃত্ব দেবে।
প্রফেসর জুলহাস উদ্দিন বলেন, টেক্সটাইল টুডে উদ্ভাবনকে অনুপ্রাণিত করছে। এর জন্য দরকার মেধাবী ছাত্রদের পাশাপাশি মেধাবী মেন্টর এবং বাজেট। এ জন্য বাজেট হওয়া উচিত ১ কোটি টাকা। আশা করি এই প্রোগ্রামটি শিল্পে উদ্ভাবনী সমাধান নিয়ে আসবে। এই বছর টেলেন্ট হান্ট প্রতিযোগিতায় ৩০০০ এরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম মাহবুব আলম চৌধুরীরকে লক্ষ্য করে বলেন, বিদেশি এক্সপার্টদের ওপর নির্ভরতা কমাতে আমাদের তার মতো আরও উদ্ভাবনী নেতা দরকার। এবং টেক্সটাইল ট্যালেন্ট হান্ট শিল্পের জন্য এমন উদ্ভাবনী নেতা তৈরি করছে।
বিজিবিএ-এর সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল বলেন, আমরা যদি আমাদের শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা এবং সংস্থান দেই, তাহলে আমরা প্রবাসীদের ওপর নির্ভরশীল কমাতে পারব এবং টেক্সটাইল ট্যালেন্ট হান্ট আমাদের ভবিষ্যত নেতা তৈরির জন্য এমন একটি কর্মসূচি।

আবরার হোসেন সায়েম, সভাপতি, বায়লা বলেন, টেক্সটাইল শিল্প গতিশীলতায় পরিপূর্ণ এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং প্রতিযোগিতামূলক হতে হলে উদ্ভাবন আবশ্যক।
প্রফেসর ড. আইয়ুব নবী খান বলেন, বস্ত্র ও পোশাক শিল্পের জন্য একটি জ্ঞানভিত্তিক সম্প্রদায় গড়ে তোলা গুরুত্বপূর্ণ যা টেক্সটাইল টুডে ইনোভেশন হাব নিরলসভাবে করে যাচ্ছে। সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ প্রচেষ্টায় এগিয়ে আসতে হবে।
টেক্সটাইল ট্যালেন্ট হান্টের সংগঠক তারেক আমিন বলেন, টিটিএইচ উৎসাহী এবং চ্যালেঞ্জপ্রিয় শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গ্রুমিং, আইডিয়া অডিশন, অ্যাপটিটিউড টেস্ট এবং নিবিড় তত্ত্বাবধানে গবেষণা বা উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ইনোভেশন মাস্টারমাইন্ডে (আইএম) রূপান্তরিত করার জন্য খুঁজছে।

টিটিএইচ ৮ম সিজনের মতো, সিজন ৯-এ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে প্রায় ১০০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে। তারা প্রশিক্ষণ ও গ্রুমিং, আইডিয়া অডিশন, অ্যাপটিটিউড টেস্ট এবং নিবিড় তত্ত্বাবধানে গবেষণা বা উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তাদের উদ্ভাবনী মাস্টারমাইন্ডে রূপান্তরিত করা হবে। সারা দেশের বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ২০০০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। সেরা ১০০ ইনোভেশন মাস্টারমাইন্ড ৩০ লাখ টাকা সমামানের প্রশিক্ষণ পাবেন। এবং তারা অতিরিক্ত ১২ লাখ টাকা পর্যন্ত বৃত্তিও পাবে।

টেক্সটাইল ট্যালেন্ট হান্ট টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যা শিল্প জুড়ে উদ্ভাবনকে অনুপ্রাণিত করে। টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন ৯ এর টাইটেল স্পন্সর সেন্ট্রো টেক্স লিমিটেড, পাওয়ার্ড বাই স্পন্সর ইউরোডাই-সিটিসি, প্লাটিনাম স্পনসর ডাইসিন গ্রুপ এবং সিএইচটি , ডায়মন্ড স্পন্সর আপনা অর্গানিকস প্রাইভেট লিমিটেড, প্রাইজ মানি স্পন্সর কোটস, গোল্ড স্পনসর সামিট ডাই কেম এবং স্পনসর ডেনিম সলিউশন যেখানে রিসার্চ পার্টনার ট্রান্সফার কেমিক্যালস, এসোসিয়েশন পার্টনার জিআইজেড এবং নেটওয়ার্ক পার্টনার টেক্সমেটা।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

   

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়কালে গভর্নর/ টাকা পাচার করে যারা বিদেশে সম্পদ গড়েছে, তাদের ছাড় নয়

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status