বিশ্বজমিন
অ্যারিজোনাসহ সাতটি সুইং স্টেটে জয়ী ট্রাম্প: এডিসন রিসার্চ
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১০ নভেম্বর ২০২৪, রবিবার, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৫৪ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের নির্বাচনে গুরুত্বপূর্ণ ব্যাটেল গ্রাউন্ড হিসেবে পরিচিত অ্যারিজনাতেও জয় পেয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর মধ্যদিয়ে প্রতিটি সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যেই ট্রাম্পের জয় পেলেন ট্রাম্প। শনিবার এডিসনের রিসার্চের এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। যদিও ট্রাম্প ইতিমধ্যেই প্রতিপক্ষ কমালা হ্যারিসকে পরাজিত করে তার ভূমিধস বিজয় নিশ্চিত করে ফেলেছে। এখন শুধু ক্ষমতা হস্তান্তরের পালা। আগামী জানুয়ারিতে পরবর্তী চার বছরের জন্য হোয়াইট হাউসে প্রবেশ করবেন ট্রাম্প। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, নির্বাচনের ফলাফলের দিন ট্রাম্প ২৭০ ইলেক্টোরাল ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। সেসময় কমালার ঝুলিতে ইলেক্টোরাল ভোট পড়েছিল মাত্র ২২৬টি যা এখনও সেখানেই থেমে আছে। গবেষণায় বলা হয়েছে, কমালার প্রাপ্ত ইলেক্টোরাল ভোটের বিপরীতে ট্রাম্পের ৩১২ হবে বলে আশা করা হচ্ছে। অ্যারিজোনা ছাড়াও মিশিগান, পেনসিলভানিয়া, জার্জিয়া, নর্থ ক্যারোলিনা, উইসকনসিন এবং নেভাদা রাজ্যে জয়ী হয়েছেন ট্রাম্প। ২০২০ সালে জো বাইডেন সাতটি সুইং স্টেটের মধ্যে ছয়টিতে জয়ী হয়ে ট্রাম্পকে পরাজিত করেছিলেন। সেসময়র্ শুধু নর্থ ক্যারোলিনাতে জয় পেয়েছিলেন ট্রাম্প। জো বাইডেনের ৩০৬টি ইলেক্টোরাল ভোটের বিপরীতে ট্রাম্প পেয়েছিলেন ২৩২টি ইলেক্টোরাল ভোট। অবশ্য ২০১৬ সালে ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে হিলারি ক্লিনটনকে পরাজিত করেছিলেন পুনরায় যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসা ট্রাম্প। বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ৭৪ দশমিক ৬ মিলিয়ন বা ৫০ দশমিক ৫ শতাংশ ভোটার ট্রাম্পকে ভোট দিয়েছেন। পক্ষান্তরে কমালাকে ভোট দিয়েছেন ৪৮ শতাংশ বা ৭০ দশমিক ৯ মিলিয়ন ভোটার।