বিনোদন
শুটিং সেটে গুরুতর আহত শাকিব খান
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১০ নভেম্বর ২০২৪, রবিবার, ১০:১১ পূর্বাহ্ন
শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ‘বরবাদ’ ছবির শুটিংয়ের বর্তমানে ভারতের মুম্বইয়ে রয়েছেন তিনি। শুক্রবার এই সিনেমার শুটিং চলাকালীন সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। জানা যায়, দরজায় ধাক্কা লেগে ভ্রু-র উপরে কেটে রক্তাক্ত হয়েছেন শাকিব। এই ঘটনার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন। তবে সেই নির্দেশ অমান্য করে আহত অবস্থাতেই রাত ১২টা পর্যন্ত শুটিং চালিয়ে যান এই অভিনেতা। সিনেমার পরিচালক মেহেদী হাসান বলেন, কোনওভাবে ওই আঘাত তার চোখকে ক্ষতিগ্রস্ত করেছে কিনা জানতে সঙ্গে সঙ্গে সিটি স্ক্যান করানো হয়। ফলাফল সন্তোষজনক দেখে বাড়িতে বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসক। ব্যথা কমানোর ওষুধও দেওয়া হয় তাকে। শাকিবের আগামী ছবির শুটিং চলছে ইলোরা স্টুডিয়োয়। হাসপাতাল থেকে সোজা সেখানেই ফেরেন নায়ক। জানান, আঘাত ততটাও গুরুতর নয়। ফলে, শুটিং করতে তার কোনও অসুবিধে নেই। শুধু সেই দিন নয়, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তিনি পরপর টানা শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি।