ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

আইন উপদেষ্টাকে হেনস্তার প্রতিবাদে আইন সমিতির প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার
১০ নভেম্বর ২০২৪, রবিবারmzamin

সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তা করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছেন। শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সমাবেশে বক্তারা অবিলম্বে হেনস্তার ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি করেন। এতে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট মাহবুবুর রহমান খান, সাবেক জেলা জজ ড. শাজাহান সাজু, নূরে এরশাদ সিদ্দিকী ও আরিফুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সালমা সুলতানা, অতিরিক্ত জেলা আজিজুল হক, এডভোকেট শফিকুর রহমান, এডভোকেট দেলোয়ার হোসেন প্রমুখ। এদিকে, অশোভন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অধস্তন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে প্রচার সম্পাদক মো. মোস্তানছির রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে শুক্রবার  এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সামপ্রতিক রাষ্ট্রীয় সফরের সময় সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টে কতিপয় দুর্বৃত্ত কর্তৃক তার সঙ্গে ন্যক্কারজনক ও উদ্ধত আচরণের ঘটনা ঘটেছে। বিদেশের মাটিতে বাংলাদেশের একজন রাষ্ট্রীয় প্রতিনিধির সঙ্গে এমন আচরণ শুধু শিষ্টাচারবিরোধী নয়, বরং এটি আমাদের জাতীয় মর্যাদা, দেশপ্রেম এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চরম অবমাননার শামিল। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন এই অসভ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে এবং এমন অপকর্মের পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সব মহলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান করেছে। একইসঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছে।

পাঠকের মতামত

হেনস্তা কারীদের বিচারের আওতায় আনা উচিত।

minaur rahman
১০ নভেম্বর ২০২৪, রবিবার, ১২:৪২ পূর্বাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status