বাংলারজমিন
লালপুরে চিরকুট লিখে বৈদ্যুতিক মিটার চুরি
লালপুর (নাটোর) প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৪, রবিবারনাটোরের লালপুরে অভিনব কায়দায় রাতের আঁধারে দুইটি বৈদ্যুতিক মিটার চুরি করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা যোগাযোগের জন্য মোবাইল নম্বর লিখা একটি চিরকুট পলিব্যাগে রেখে মিটারের বোর্ডে তারের সঙ্গে ঝুলিয়ে রেখে যায়। ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে বিকাশে ৬ হাজার টাকা পাঠালে মিটার ফেরত দেয়া হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার উপজেলার সালামপুর ও সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এভাবে চুরির ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী ওই ব্যক্তি হলেন, সালামপুর গ্রামের আবুল হোসেন (৫০) ও সাইপাড়া গ্রামের তুহিন (৩৫)।
ভুক্তভোগী আবুল হোসেন জানান, মিটারের বোর্ডে একটি চিরকুটে মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। পরে চোরের রেখে যাওয়া নাম্বারে যোগাযোগ করলে অজ্ঞাত ব্যক্তি ৬ হাজার টাকা দাবি করে। টাকা দিলে মিটার দেয়া হবে বলে জানানো হয়।
এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক রেজাউল করিম বলেন, একটি সংঘবদ্ধ চক্র এ কাজগুলো করছে। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
পাঠকের মতামত
প্রতিকার চাই