বাংলারজমিন
‘জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় এলে সেবক হয়ে কাজ করবে’
লালমোহন (ভোলা) প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৪, রবিবারভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির সম্পন্ন হয়েছে। শনিবার দিনব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলার আমীর মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা ও অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজি। এ সময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি স্বচ্ছ এবং পরিচ্ছন্ন দল। এ দলে কোনো অনিয়ম-দুর্নীতির ঠাঁই নেই। জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় এলে শাসক নয়, সেবক হিসেবে জনগণের কল্যাণে কাজ করবে। কারণ দেশের জনগণের অধিকার রক্ষাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলার সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিনের সঞ্চালনায় এ সময় জামায়াতে ইসলামীর জেলা আমীর মো. জাকির হোসাইন, সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, লালমোহন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, পৌরসভা বিএনপি’র আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুসহ উপজেলা এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।