খেলা
মার্টিন ওডেগার্ড ফিরেছেন, চেলসির বিপক্ষে জয়ে ফিরতে পারবে আর্সেনাল?
স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৪, রবিবারআজ রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল-চেলসি। এই ম্যাচের আগে গানাররা টানা ৩ ম্যাচ জয়হীন। এর একটা বড় কারণ দলের অন্যতম তারকা মার্টিন ওডেগার্ডের ইনজুরি। স্কাই স্পোর্টসের বিশ্লেষক পল মারসন বলেন, ‘ওডেগার্ডের ফেরা গানারদের উজ্জীবিত করেছে।’ ওডেগার্ডকে ছাড়া যেন আর্সেনাল অপূর্ণ, পরিসংখ্যানও তাই বলছে। ইনজুরির আগে তিনি মাত্র ২ ম্যাচ খেলতে পেরেছেন, ২ ম্যাচেই জিতেছে গানার্স।
গত বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ইন্টার মিলানের কাছে আর্সেনাল হারে ১-০ গোলে। ইনজুরির দীর্ঘ বিরতির পর সে ম্যাচের একদম শেষদিকে মাঠে ফেরেন ওডেগার্ড। মাত্র ৫ মিনিটে ম্যাচে খুব একটা প্রভাব বিস্তার করতে পারেননি তিনি। এবারের ম্যাচটা চেলসির মাঠে। এখানেই নিজেকে মেলে ধরতে হবে ওডেগাডর্কে। পরিসংখ্যান বলছে, ওডেগার্ড থাকলে জয়ের পাল্লা ভারী হয় আর্সেনালের। প্রিমিয়ার লীগের চলতি মৌসুমে ওডেগার্ড মাত্র ৩ ম্যাচ খেলতে পেরেছেন, এর দুই ম্যাচেই এসেছে জয়। অন্যদিকে তাকে ছাড়া ৭ ম্যাচ খেলে জয় এসেছে মাত্র ৩টিতে। চেলসির বিপক্ষে ম্যাচটা জিততেই হবে গানারদের। নইলে চ্যাম্পিয়নের রেসে পিছিয়ে পড়বে তারা। অন্যদিকে চেলসি উড়ছে। শেষ ম্যাচে তারা কনফারেন্স লীগে আর্মেনিয়ার দল নোয়াকে হারিয়েছে ৮-০ গোলে। প্রিমিয়ার লীগে সর্বশেষ ম্যাচে ‘নতুনভাবে উজ্জীবিত’ ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেলসি। সুতরাং এ ম্যাচে তারা ফুরফুরে মেজাজেই মাঠে নামবে।
চেলসি-আর্সেনাল প্রিমিয়ার লীগে এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭৬ ম্যাচে। এরমধ্যে ২৮ ম্যাচ আর্সেনাল ও ২৬ ম্যাচে জয় চেলসির। চেলসির সামনে সুযোগ এই ব্যবধানটা কমিয়ে আনার। চেলসি-আর্সেনাল দুই দলই প্রিমিয়ার লীগে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে অবস্থান করছে যথাক্রমে চার ও পাঁচ নম্বরে। গোল ব্যবধানে পিছিয়ে আছে গানার্স।