ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

ফিলিস্তিনের সমর্থনে পিএসজি’র মাঠে বিশাল ব্যানার, যা বললেন ফরাসি মন্ত্রী

স্পোর্টস ডেস্ক
৮ নভেম্বর ২০২৪, শুক্রবারmzamin

উয়েফা চ্যাম্পিয়নস লীগে বুধবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শুরুর আগে ফিলিস্তিনের সমর্থনে বিশাল ব্যানার উন্মোচন করে প্যারিস সেইন্ট জামেইয়ের (পিএসজি) এক দল সমর্থক। বিষয়টি একদমই ভালোভাবে নেননি ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বুহনো হোতাইয়ু। ফরাসি ক্লাবকে নিষেধাজ্ঞার প্রচ্ছন্ন হুমকিই যেন দিলেন তিনি। ঘরের মাঠে বুধবার রাতে চ্যাম্পিয়নস লীগের ম্যাচে স্প্যানিশ দলটির বিপক্ষে প্রথমে এগিয়েও জিততে পারেনি পিএসজি। ওয়ারেন জাইরে-এমেরির গোলে চতুদর্শ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। চার মিনিট পরই সমতা ফেরায় স্প্যানিশ ক্লাবটি। পরে ম্যাচের যোগ করা সময়ের গোলে জয় নিয়ে ফেরে অ্যাটলেটিকো।
খেলা শুরুর আগে পিএসজির ‘ওতেইয়ি কপ’ সমর্থকগোষ্ঠি ফিলিস্তিনের মুক্তির দাবিতে গ্যালারিতে বিশাল আকৃতির ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা ব্যানার প্রদর্শন করে। আর স্থানীয় এক রেডিওতে এটিকে অগ্রহণযোগ্য উল্লেখ করে ক্ষোভ উগড়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী হোতাইয়ু। এজন্য ক্লাবটিকে নিষেধাজ্ঞার মতো কঠিন শাস্তি দেওয়া হবে কি-না, প্রশ্নের উত্তরে সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।
ফরাসি মন্ত্রী বলেন, ‘আমি কোনো কিছু উড়িয়ে দিচ্ছি না। পিএসজির কাছে আমি এর ব্যাখ্যা জানতে চাইবো।’
পরে এক বিবৃতিতে পিএসজি জানায়, ‘এই ধরনের বার্তা প্রদর্শনের পরিকল্পনা সম্পর্কে ক্লাব অবগত ছিল না। পিএসজি জোর দিয়ে বলতে চায় যে, পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে শুধুমাত্র ফুটবলের প্রতি সকলের অভিন্ন আবেগ থাকা উচিত। স্টেডিয়ামে যেকোনো ধরনের রাজনৈতিক বার্তার দৃঢ়ভাবে বিরোধিতা করে এই ক্লাব।’ 
গত বছরের ৭ই অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ছিটমহলটিতে ইসরাইলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। উয়েফা নেশন্স লীগের ম্যাচে আগামী বৃহস্পতিবার নিজেদের মাঠে ইসরাইলের মুখোমুখি হবে ফ্রান্স। সেই ম্যাচের নিরাপত্তা প্রসঙ্গ নিয়ে অনেক আগে থেকেই আলোচনা হচ্ছে।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status