বিনোদন
এবার শাহরুখকে হুমকি
বিনোদন ডেস্ক
৮ নভেম্বর ২০২৪, শুক্রবারসালমান খানের পর এবার শাহরুখ খান। রায়পুর থেকে হুমকি বার্তা পেলেন অভিনেতা। জানা গিয়েছে, ফইজান নামে এক ব্যক্তির তরফে এই হুমকির ফোন আসে। ঘটনার পরে মুম্বই পুলিশ একটি মামলা দায়ের করেছে। মুম্বই পুলিশের একটি দল ইতিমধ্যেই ছত্তীসগড়ে পৌঁছেছে। ভারতীয় ন্যায় সহিংসতার ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিয়োগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। ফোনের লোকেশনের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।