ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

রাজনীতি

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে আরো শক্তিশালী আন্দোলন করব: ফখরুল

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

mzamin

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শপথ নিয়েছি, জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দেবো। আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রয়োজনে আরো বেশি শক্তিশালী আন্দোলন করব।’

বৃহস্পতিবার ‘৭ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরস্থ চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের তিনমাস পূর্ণ হয়েছে, তারা কার্যকরী কোনো পদক্ষেপ নিয়েছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘অবশ্যই, অবশ্যই, অবশ্যই তারা অনেকগুলো কাজ করেছে। আমরা বিশ্বাস করি, তাদেরকে আমরা যদি সকলে সহযোগিতা করি এবং উপযুক্ত সময়ে একটা যৌক্তিক নির্বাচন দিতে সক্ষম হয় তাহলে এই জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘আজকের এই দিনে সিপাহী জনতা, তারা দ্বিতীয় বারের মতো আধিপত্যবাদকে ও তাদের দোসরদের পরাজিত করে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করতে চেয়েছিল, তাদেরকে পরাজিত করে ৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামনে নিয়ে আসে। এরপর বাংলাদেশে নতুন রাজনৈতিক সূচনা হয়, সেই রাজনীতি ছিলো বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি, সেই রাজনীতি ছিলো বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রাজনীতি। সেই রাজনীতি ছিলো বাংলাদেশের আধিপত্যবাদ পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি।’ 

বিএনপি মহাসচিব বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আল্লাহর অশেষ রহমতে তৃতীয় বারের মতো এই আধিপত্যবাদকে পরাজিত করা হয়। আজকে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা শপথ নিয়েছি, ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দেবো।’

তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদ সরকার বিএনপিকে ধ্বংস করবার জন্য নানাভাবে ষড়যন্ত্র করেছে, নির্যাতন করেছে। এই আওয়ামী লীগ প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। ৬০০ মানুষকে গুম করে, হাজার হাজার মানুষকে হত্যা করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলো।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মীরজা ফ*র* ইসলাম আলমগীর। ৭৫ বছরের দীর্ঘ জীবনে আইয়ুব খান থেকে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি দেখেছি । কারণ কোমরে কত শক্তি জানি ।ছি ছি ছি লজ্জা করে না আন্দোলনের নাম নিতে । হরতাল ডেকে বৌ এর শাড়ির আমলের নীচে ঘুমানোর হরতাল দেখেছি। এখন চলছে ছাত্রদের রক্তের সঙ্গে বেইমানি।

Kazi
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৩:৫৫ অপরাহ্ন

একবিংশ শতাব্দীর শিক্ষিত বাংলাদেশে অশিক্ষিত কোন নেতাকে নির্বাচন করতে দেয়া হবেনা । বাড়ির দারোয়ান হতেও নূন্যতম শিক্ষা লাগে' কিন্তু সংসদ সদস্য হয়ে যাচ্ছে সন্ত্রাস থেকে নিয়ে অশিক্ষিত সব খারাপ লোক। সংসদ সদস্যদের নূন্যতম অনার্স পাশ হতে হবে এই মর্মে আইন প্রণয়নের পরামর্শ দিচ্ছি।

محمد شيخ سعدي
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:০৮ পূর্বাহ্ন

জ্বী জ্বী জ্বী স্যার ঠিক আছে। আরে আপনারা তেব্র আন্দোলন করলেন বলেই না হাসিনা পলাইলো। আরেক বার করেন, ডঃ ইউনুসও পালাইবো। হিঃ হিঃ হিঃ

M Salim Ullah Enayet
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:৫৫ অপরাহ্ন

বাংলাদেশের দিবস গুলো ঃ- ২১শে ফেব্রুয়ারী,২৬শে মার্চ, ৫ আগষ্ট, ১৫ আগষ্ট, ৭ নভেম্বর, ১৬ ডিসেম্বর +

no name
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:২৮ অপরাহ্ন

ফকরুল সাহেবের ক্ষমতার জন্য মাথা গরম।আওয়ামীলীগের রেখে যাওয়া স্পটে দখলবাজি চাঁদাবাজি শুরু করতে পারছে না।ঈদের পরে ছাড়া আন্দোলন জমবে না।

mozibur binkalan
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:১৯ অপরাহ্ন

আন্দোলন তো হলো বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে..............

Towhidul HASSAN
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:০৫ অপরাহ্ন

একজন ছিল শুধু ই উন্নয়ন, এখন একজন শুধু ই নির্বাচন।

Nazrul Islam Matubba
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২:১১ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status