বিশ্বজমিন
সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে ডেমোক্রেটরা
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৬ নভেম্বর ২০২৪, বুধবার, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১৫ পূর্বাহ্ন
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে ডেমোক্রেটরা। সামান্য ব্যবধানে এতদিন তারা সিনেটের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। কিন্তু মঙ্গলবারে প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সিনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও ভোট হয়। এতে সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৫১ আসন নিশ্চিত করেছে রিপাবলিকানরা। অন্যদিকে প্রতিনিধি পরিষদেও তারা এগিয়ে আছে। নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। এতে বলা হয়, চার বছর পর সিনেটের নিয়ন্ত্রণ হারাচ্ছে ডেমোক্রেটরা। ওয়েস্ট ভার্সিনিয়ায় গভর্নর জিম জাস্টিস সহজেই জিতেছেন। এই আসনের সিনেটর জো মানচিন তৃতীয় অবসরে গেছেন। তিনি এই আসনে দীর্ঘদিন যাবত ডেমোক্রেট দলের সিনেটর ছিলেন। এ বছরের শুরুর দিকে তিনি স্বতন্ত্র হয়ে যান। এর আগে সিনেটে ডেমোক্রেট ও রিপাবলিকানদের সংখ্যা ছিল ৫১-৪৯। এর ফলে সামান্য ব্যবধানে সিনেট ধরে রেখেছিল ডেমোক্রেটরা। সিনেটর মাইক ব্রাউনের ছেড়ে দেয়া আসন ইন্ডিয়ানায় নির্বাচিত হয়েছেন জিম ব্যাংকস। ফ্লোরিডায় নির্বাচিত হয়েছেন সিনেটর রিক স্কট। ভারমন্টে নির্বাচিত হয়েছেন ৮৩ বছর বয়সী সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি এর আগে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছিলেন। ডেমোক্রেটদের সঙ্গে তার বন্ধুত্ব আছে। তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছেন এবার। এর মধ্য দিয়ে টানা চতুর্থবার তিনি সিনেটর নির্বাচিত হলেন।