বিশ্বজমিন
প্রতিনিধি পরিষদ ও সিনেটেও পরাজিত হবে ডেমোক্রেট!
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৬ নভেম্বর ২০২৪, বুধবার, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১৬ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে শুরুতেই ফ্লোরিডা, টেক্সাস এবং কিছু লাল চিহ্নিত রাজ্যে জয় পেয়েছেন। তবে এখনও সুইং স্টেটগুলোর ফল প্রকাশ করা হয়নি। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী কমালা হ্যারিস জয় পেয়েছেন নিউ ইয়র্কে, ইলিনয় এবং নর্থইস্টে। নিউ ইয়র্ক টাইমসের প্রক্ষেপণে বলা হচ্ছে, ডনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন ২১০টি ইলেকটোরাল কলেজ ভোটে। অন্যদিকে কমালা হ্যারিস অবস্থান করছেন ১১৩ তে। এরই মধ্যে ভোট শেষ হয়েছে সুইং স্টেট জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভ্যানিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা এবং নেভাদায়। এর বাইরে ইতিহাসে প্রথমবারের মতো দেলাওয়ার এবং মেরিল্যান্ড থেকে দু’জন কৃষ্ণাঙ্গ নারী সিনেটে প্রতিনিধিত্ব করবেন। তারা হলেন দেলাওয়ারে লিসা ব্লান্ট রোচেস্টার এবং মেরিল্যান্ডে অ্যানজেলা আলসোব্রুকস। সিনেটে বর্তমানে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটরা। তাদের নিয়ন্ত্রণে সিনেটকে রাখতে হলে এখন ওহাইও এবং মন্টানায় জয় অত্যাবশ্যক। কিন্তু দৃশ্যত সিনেটও তাদের হাতছাড়া হওয়ার মতো অবস্থায় চলে গেছে। কারণ, রিপাবলিকানরা পৌঁছে গেছে ৪৮ এ। অন্যদিকে ডেমোক্রেটরা অবস্থান করছে ৩৭ এ। সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫০ আসন। ফলে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে রিপাবলিকানরা। অন্যদিকে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও নিয়ন্ত্রণ পাচ্ছে না ডেমোক্রেটরা। সেখানে এ খবর লেখা পর্যন্ত রিপাবলিকানরা ১৫০ আসনে এগিয়ে আছে। ডেমোক্রেটরা ৯৬। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮ আসন।