বিশ্বজমিন
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৬ নভেম্বর ২০২৪, বুধবার, ৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১৬ পূর্বাহ্ন
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে তার পদ থেকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনির গাজায় এক বছরের বেশি সময় ধরে সংঘাত অব্যাহত রেখেছে ইসরাইল। যারফলে দেশের রাজনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়েছে। গাজার পাশাপাশি লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। মধ্যপ্রাচ্যে এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে নিজের প্রতিরক্ষামন্ত্রীকে পদ থেকে বরখাস্ত করলেন নেতানিয়াহু। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর সম্পর্কের ফাটল ধরেছে বলে নিজেই স্বীকার করেছেন তিনি। রেকর্ড করা এক বিবৃতিতে মঙ্গলবার সন্ধ্যায় তিনি এই কথা জানিয়েছেন। ইয়োভ গ্যালান্টের স্থলাভিষিক্ত হচ্ছেন ইসরাইল কাৎজ যিনি বর্তমানে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আর পররাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন গিডিয়ন সা’র। মঙ্গলবার নেতানিয়াহুর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। কাৎজের বিস্তৃত সামরিক কোনো অভিজ্ঞতা নেই, যদিও তিনি যুদ্ধের পুরো সময় জুড়ে যুদ্ধ ক্যাবিনেটের সঙ্গে যুক্ত ছিলেন। যখন যুক্তরাষ্ট্রের জনগণ পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন ঠিক তখনই প্রতিরক্ষা বিভাগে এমন রদবদল আনলেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রশাসনের একজন ঘনিষ্ট ব্যক্তি ছিলেন ইয়োভ গ্যালান্ট। বলা হয়ে থাকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন গ্যালান্ট। এমন একটি সময় নেতানিয়াহু তার প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন যখন দেশটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ অব্যাহত রেখেছে। এছাড়া তেল আবিবকে হুমকি দিয়ে রেখেছে ইরান। তেহরান তাদের মিত্র যোদ্ধা গোষ্ঠীগুলোর পক্ষে প্রতিশোধ নিতে ইসরাইলে হামলা চালাতে পারে বলেও ধারণা রয়েছে।