বিশ্বজমিন
পেনসিলভ্যানিয়ায় জিতলেই বিজয়ী হওয়ার আশা ট্রাম্পের
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৬ নভেম্বর ২০২৪, বুধবার, ৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:০৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রক্ষেপিত ফলে অনেকটাই এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৭৭টি ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন। কমালার সংগ্রহ ২২৬। এমন অবস্থায় প্রতি মুহূর্তে ফল আসছে। এরই মধ্যে ট্রাম্প দাবি করেছেন সুইং স্টেট পেনসিলভ্যানিয়ায় জিতলেই তিনি বিজয়ী হবেন। অনলাইন সিএনএন বলছে, মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার একটি রেডিওকে এ কথা বলেছেন ট্রাম্প। তিনি বারবার রিপাবলিকান ভোটারদের ভোটের লাইনে অবস্থান করার অনুরোধও করেন। সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই দেশকে অন্য যেকোনো সময়ের চেয়ে মহান করতে চলেছি, কিন্তু আমাদের লাইনে থাকতে হবে। এবং তাদের আপনাকে বিপদে ফেলার সুযোগ দেবেন না। ভোট দিন এবং আপনাদের এর সম্পূর্ণ আইনি অধিকার আছে। কারণ, যদি আমরা পেনসিলভ্যানিয়ায় জিতে যাই, তবে আমরা পুরোটা জিততে চলেছি। আমরা সবকিছু জিতব।’ নির্বাচনে এখনো কোনো কোনো রাজ্যে ভোট গ্রহণ চলছে। ৫০টি রাজ্যের মধ্যে কোনো কোনো রাজ্যে ভোট শেষ হয়েছে। কোথাও শেষের পথে। কোথাও এখনো চলছে। নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে ৭টি সুইং স্টেট। এর মধ্যে পেনসিলভ্যানিয়া একটি। অন্য ৬টি হলো- নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা ও নেভাদা। এই ৭ রাজ্যে কেউই সুনির্দিষ্টভাবে এগিয়ে নেই।