বিশ্বজমিন
৪০টি অঙ্গরাজ্যের ভোট সম্পন্ন
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৬ নভেম্বর ২০২৪, বুধবার, ৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের নির্বাচনে এখন পর্যন্ত ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪০টি অঙ্গরাজ্যের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, কয়েক ঘণ্টার মধ্যেই ভোগ্রহণের প্রক্ষেপণ (প্রজকশন) সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তবে বেশ কয়েকটি রাজ্যের ভোটগ্রহণ আরও কিছুটা দীর্ঘায়িত হতে পারে। এরমধ্যে নাভাদা অঙ্গরাজ্যের চূড়ান্ত ফলাফল আসতে সময় লাগতে পারে। প্রাথমিকভাবে ডাকযোগে নির্বাচন পরিচালিত হয়েছে। এরমধ্যে যেসকল ব্যালট পৌঁছাতে সময় লেগেছে তাতে ইতিমধ্যেই সিল দেওয়া হয়েছে। আগামী শনিবার পর্যন্ত এসব ভোট গণনা চলতে পারে। কোনো অঙ্গরাজ্য থেকেই এখন পর্যন্ত ভোটের ফলাফল প্রকাশ করা হয়নি। ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কোনো ফলাফল প্রকাশ করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।