খেলা
বিপিএলে প্রধান উপদেষ্টার যুক্ত হওয়া আমাদের জন্য দারুণ সুখবর: ফাহিম
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৬:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪৮ অপরাহ্ন
বিপিএল নিয়ে নানা অভিযোগ আছে অনেক বছর ধরে। তবে এবার সব অভিযোগ পিছনে ফেলে এবার বিপিএলকে অন্য মাত্রা দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের সঙ্গে যুক্ত হয়েছেন অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এটাকে নিজেদের জন্য দারুণ সুখবর হিসেবে দেখেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদী ফাহিম।
তিনি বলেন, ‘এবারের বিপিএলকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা আছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নিজেই এর সাথে যুক্ত রয়েছেন, এটা আমাদের জন্য দারুণ একটা সুখবর। আমাদের ক্রীড়া উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে বিপিএলের সাথে জড়িত। বিপিএলের যে শক্তি, আমাদের দেশে এমন উপলক্ষ্য খুব বেশি আসে না যেটাকে নিয়ে সবাই কানেক্টেড থাকি। বিপিএল তেমন এক উপলক্ষ্য। সেই শক্তিটাকে কাজে লাগানোর একটা প্রয়াস আমাদের আছে, সেটাই এসেছে আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে।’
ফাহিম বলেন, ‘বিপিএলকে যেন সারা দেশে ছড়িয়ে দিতে পারি। শুধু খেলা না, খেলার বাইরেও আরও অনেক ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এটুকু বলতে পারি, প্রত্যেক জেলা-উপজেলা মিলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম, হতে পারে খেলার আয়োজন, মেলার আয়োজন, সাংস্কৃতিক কার্যক্রম; যতদিন বিপিএল চলবে সব সাধারণ মানুষ বিপিএলের সাথে কানেক্টেড থাকবে। ব্র্যান্ডিংয়ের প্রয়াস থাকবে, সারা পৃথিবী জুড়ে প্রচারিত হবে, দেখবে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে।'