প্রথম পাতা
মাহবুবা চৌধুরীর ছড়া
প্রতিদান
৪ নভেম্বর ২০২৪, সোমবারসারাদিনের ক্লান্তি শেষে
ঘুমিয়ে ছিল ওরা
পরম সুখের নিদ্রা ছিল
স্বপ্ন দিয়ে মোড়া।
স্বপ্ন হঠাৎ গুঁড়িয়ে গেল
প্রবল পানির তোড়ে
ভাসিয়ে নিলো বানের জলে
কেউ বা গেল মরে।
ঘরের ভেতর জল থই থই
কেউ বা ছোটে ছাদে
ক্ষুধার জ্বালায় অবুঝ শিশু
অঝোর ধারায় কাঁদে।
ডাইনে বাঁয়ে ঢেউয়ের পাহাড়
ঘরগুলো সব ভাঙা
কোথায় গিয়ে প্রাণ বাঁচাবে
কোথায় পাবে ডাঙা।
ক্ষেতের ফসল পালের গরু
সব গিয়েছে ভেসে
হঠাৎ কেন সর্বহারা
ভাবছি দিনের শেষে।
বন্ধু ভেবে সব দিয়েছি
দেয়নি তাতে সাড়া
বানের জলে ডুবিয়ে মেরে
দেয় প্রতিদান তারা।
যে সাহিত্যে মানুষের হাসি,কান্না,দুখ,বেদনা,নিত্য দিনের আশা ভরসা,না পাওয়ার বেদনা ফুটে ঊঠে না তা সাহিত্য নয়। এ কবিতায় বন্যায় সর্বস্য হারানো মানুষের দু:খ কস্টের ছবি ফুটে উঠেছে,তাই এটি সাহিত্যের অংশ।
সুন্দর ছন্দময় কবিতা। পড়ে সকাল টা ভালো হয়ে গেলো।
অত্যন্ত চমৎকার ও বাস্তবতায় মোড়ানো ছড়া।
সময়ের ছড়া। বেশ ভালো লাগলো। কবির জন্য অনেক শুভকামনা।
মানবজমিনের অন্যতম কর্নধার সংবাদ জগতের কিংবদন্তি তূল্য মেধাবী গুনি সাংবাদিক খ্যাতিমান সংবাদ পাঠিকা উজ্জ্বল নক্ষত্র জনাবা মাহবুবা চৌধুরী কে এত সুন্দর প্রতিবাদী বিপ্লবী কবিতা লিখার জন্য আন্তরিক ধন্যবাদ অভিনন্দন ভালবাসা শুভকামনা।
আমি কি এরকম ছড়া পাঠাতে পারি ?