ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

শ্বেতপত্র কমিটিকে সচিবরা

রাজনীতির কাছে জিম্মি ছিল প্রশাসন

স্টাফ রিপোর্টার
৪ নভেম্বর ২০২৪, সোমবারmzamin

আগের সরকারের আমলে প্রশাসন রাজনৈতিকভাবে জিম্মি ছিল বলে অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে জানিয়েছেন সরকারি বিভিন্ন সংস্থা ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আমলারা। গতকাল পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসি সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকদের একথা বলেন। বৈঠকে ৩২ জন সিনিয়র সচিব ও সচিবসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার ৮৫ জন উচ্চপদস্থ কর্মকর্তা অংশ নেন।

বৈঠক শেষে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উনারা (সরকারি কর্মকর্তারা) বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, প্রশাসন সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে জিম্মি অবস্থার মধ্যে ছিল। তবে কেউ কেউ বলেছেন, এর ভেতরেও কেউ কেউ সাহস নিয়ে দাঁড়িয়েছেন। যারা দাঁড়িয়েছেন তারা সেক্ষেত্রে কিন্তু ব্যত্যয় করতে পেরেছেন। একেবারেই যে তারা পারেননি তা না। তবে সাহস করে দাঁড়াতে গিয়ে কেউ কেউ পেশাগত ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও বৈঠকে তারা তুলে ধরেছেন।

শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান বলেন, কেউ কেউ বলেছেন, এতে পেশাজীবনের অনুগমন বা অগ্রসর হওয়ার ক্ষেত্রে তাদের সমস্যা সৃষ্টি হয়েছে।
কর্মকর্তারা বলেছেন, জবাবদিহির অভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকল্পের মাধ্যমে লুটপাট হয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ে দুর্বলতা ছিল। উন্নয়ন প্রশাসনের মধ্যে কিছু অসাধু কর্মকর্তা, রাজনৈতিক এবং ব্যবসায়ীদের প্রভাব ছিল। অনেক আমলা রাজনৈতিক অভিলাষের কারণে এই ধরনের কাজে জড়িত ছিলেন বলেও তারা তুলে ধরেছেন। তারা জানিয়েছেন পেশাগতভাবে আমাদের ভঙ্গুর করে ফেলা হয়েছে। অনেক ক্ষেত্রে তাদের বিভিন্নভাবে বদলি করে ও রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। 

যে কারণে তারা পেশাদারি ও দলগতভাবে কাজ করতে পারেননি। এই কারণে প্রকল্পে অনিয়ম হয়েছে। বৈঠকে সরকারি কর্মকর্তাদের তুলে ধরা অভিজ্ঞতার বিষয়ে দেবপ্রিয় বলেন, উনাদের ওপর প্রবীণরা (সিনিয়র ও সাবেক আমলারা) চাপ সৃষ্টি করেছেন বলে শ্বেতপত্র কমিটির সামনে বর্তমান দায়িত্বশীলরা তুলে ধরেন।

বৈঠকে হাইটেক পার্ক, কর্ণফুলী টানেল, জ্বালানি খাত, কর আহরণ, সামাজিক খাত, ব্যাংক ব্যবস্থাপনা নিয়েও বিস্তর আলোচনা হয়েছে বলে তিনি জানান। ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আলোচনায় উঠে এসেছে পেশাদারি উন্নয়ন ব্যবস্থাপনা খুবই দরকার। সক্ষম, স্বাধীন এবং যোগ্য পেশাজীবীদের উন্নয়নের জন্য ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা স্বাধীনভাবে কাজ করার সুযোগ এবং সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গেলে যাতে কোনো বাধার সৃষ্টি না হয় বলেও তারা উল্লেখ করেছেন।

শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ড. মোস্তাফিজুর রহমান বলেন, আইএমইডি অনেক সময় খুব ভালো কিছু প্রতিবেদন তৈরি করেছিল। কিন্তু তার জন্য আবার তাদের রোষানলেও পড়তে হয়েছে। অনেক সময় সিনিয়র আমলারা জুনিয়র আমলাদের চাপ দিতেন। অনেক আমলার মধ্যে রাজনৈতিক আকাঙ্ক্ষা যুক্ত হয়েছিল। এখন নানা সংস্কার হচ্ছে। ফলে মূল কাঠামো শক্তিশালী হবে এবং জবাবদিহিতা নিশ্চিত হবে।

কমিটির আরেক সদস্য ড. সেলিম রায়হান বলেন, দেশের রাজনীতি ঠিক না থাকলে আমলাতন্ত্র ঠিক হবে না। রাজনীতি ঠিক করা হলে তখন আমলাতন্ত্রও ঠিক হবে।
 

পাঠকের মতামত

দেশের কর্মচারীরা দেশের মালিক হওয়ার স্বপ্নে লোভি আওয়ামীলীগকে ব্যবহার করেছে। এই সব সচিব আমলারাই ছিল মূল নাটের গুরু। আওয়ামীলীগের বিচার করার আগে এদের বিচার করা উচিৎ। রাজনীতি ও দেশ দুটোই ধ্বংশ করেছে।

আবদুল কাদের
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ১১:১৫ অপরাহ্ন

95% আমলা চোর দুর্নীতিবাজ

Md Abdus Samad
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ১০:৩১ অপরাহ্ন

People informed the interim government about Debapriyo Bhattacharya being a RAW agent and and Awami cohort. Despite that, the government still appointed him in such position.

Rina Roy
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৭:৩৯ অপরাহ্ন

কোন জিম্মি ছিল না। এই সচিবগুলা ছিল নাটের গুরু।

Sajan
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৬:২৩ অপরাহ্ন

কিছুই হবে না যেই লাউ সেই কদু একটা যগাখিচুরি পাকাইব এরা

রাফি
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৫:৩৬ অপরাহ্ন

আমলারাই প্রশাসনের রাজনীতিকরন করেছে।‌ মেধা তালিকায় পেছনে থাকারাই প্রধানমন্ত্রীর তেলবাজী করে আর কথায় কথায় বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে উপরের পদগুলো দখল করেছে।‌ যারা তেল মারতে পারেনি তারা যোগ্য পদ থেকে বঞ্চিত হয়েছে।‌ এদের কথা শুনে যদি দেবু বাবু convince হয়ে যান তাহলে সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে।‌

Andalib
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৪:৩৮ অপরাহ্ন

সব ভোল পাল্টেছে। আমি একজন পদস্থ কর্মকর্তা ছিলাম। সচিবালয় হলো দূর্নীতির জন্মস্থান। এদের পরিচয় সবাই জানে। এদেরকে পিউর সালফিউরিক এসিডের মধ্যে দশ ঘন্টা ডুবায়ের শোধন করলে ভালো হবে কিনা আমার সন্দেহ আছে।

A R Prodhan
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৩:৩০ অপরাহ্ন

সাফাই গাইছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য । বিচার করুন । নতুবা জনগন আপনারও বিচার করবে ।

Monir
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৯:৩৫ পূর্বাহ্ন

সচিব ও প্রশাসনের কাছে রাজনীতি জিম্মি ছিল রাজনীতির কাছে প্রশাসন জিম্মি ছিল না। আমলারাই দেশটাই ধ্বংস করেছে। শিক্ষা ধ্বংস করেছে, 95% আমলা চোর দুর্নীতিবাজ। আল্লাহ এদের ও এদের পরিবারকে ধ্বংস করুক।

Akash
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৯:১১ পূর্বাহ্ন

Secretariate was guided by treat and temptation. Most of bureaucrats took advantage of temptation of cash rewards, promotion and they were racing for it It was reality. Many secretaries also race to please government to commit Corruption. Many were taking salary years after years without duty living abroad.

Kazi
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৯:১০ পূর্বাহ্ন

আমলাদের প্রদত্ত বক্তব্য শতভাগ সঠিক। রাজনৈতিক মাসেলের থেকে প্রভাবমুক্ত সহজ পথ ছিল না। এম,পিদের আর্থিক ক্ষমতা তুলে দেয়া হবে সমাধানের ৭৫% অর্জন।

Ahmad Zafar
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৮:২৮ পূর্বাহ্ন

জিম্মি থাকলে কি হবে, ঘুষ খাওয়ার প্রতিযোগিতায় কেউ কারও চাইতে পিছিয়ে ছিলনা।

N Islam
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৮:২৭ পূর্বাহ্ন

ভোল পাল্টানো ব্যাপারটিকে আমলারা শিল্পের পর্যায়ে উন্নিত করে ফেলেছেন দেখছি!!!

GMC
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৮:১৬ পূর্বাহ্ন

স্বিকার করি - but please change it now........

Towhidul HASSAN
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৭:১০ পূর্বাহ্ন

Manab Zamin has not been publishing my my comments for the last couple of weeks.

Nam Nai
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৬:২৭ পূর্বাহ্ন

These bureaucrats are great liars.

Monoj Kumar
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৬:২২ পূর্বাহ্ন

দেশের সকল সরকারি প্রতিষ্ঠান থেকে হিন্দু নামধারী ইন্ডিয়ান এজেন্ট গুলোকে যত তাড়াতাড়ি সম্ভব সরাতে হবে, সাথে কোটা এবং আওয়ামী পন্থী সব অযোগ্য দের সরাই নতুন যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে হবে

এমদাদ উল্লাহ
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৪:২৮ পূর্বাহ্ন

হাসিনার 15 বছরের নৃশংস স্বৈরাচারী সরকারের দ্বারা কলুষিত পুরো ব্যবস্থাকে স্থিতিশীল না করে আগাম নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে দয়া করে চাপ দেবেন না। বাংলাদেশকে ভালোবাসলে জাতীয় নির্বাচনের আগে অন্তত এক বছর সময় দিন। সাধারণ মানুষ নির্বাচনের তারিখের জন্য আপনার ক্রমাগত চাপ পছন্দ করবে না। সাবধান, আপনার দলকে ক্ষমতার ক্ষুধার্ত রাজনৈতিক দল হিসেবে প্রমাণ করবেন না।

Muhib reza
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ২:১১ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status