খেলা
ফাইনালে উঠতে অস্ট্রেলিয়ায় ৪-০তে জিততে হবে ভারতকে
স্পোর্টস ডেস্ক
৪ নভেম্বর ২০২৪, সোমবারনিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাসহ পাঁচ দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে আছে। বর্তমান চক্রে এখনও বাকি ১৮ টেস্ট। লড়াইয়ে পাঁচ দল থাকলেও এখনও কেউ শীর্ষ দুইয়ে থাকার নিশ্চয়তা তৈরি করতে পারেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়ে নিজেদের জন্য পথ কঠিন করেছে ভারত। আগামী জুনে লর্ডসের ফাইনালে ভারতের টিকিট পাওয়া অনিশ্চিত। সেরা দুইয়ে টিকে থাকতে হলে ৪-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারাতে হবে। চার জয় ও একটি ড্রয়ে ভারতের পয়েন্ট বেড়ে হবে ৬৫.৭৯ শতাংশ, তাতে নিউজিল্যান্ড ৩-০ তে ইংল্যান্ডকে হারিয়ে সর্বোচ্চ ৬৪.২৯ শতাংশ পেলেও রোহিত শর্মাদের সমস্যা হবে না।
সেক্ষেত্রে ভারত পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকবে, যদি দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ ২-০ তে জিতে ৬৯.৪৪ শতাংশ পয়েন্ট পায়। এই হিসাব হলো অন্য দলগুলোর সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার ভিত্তিতে। মানে অন্য দলগুলো যদি উল্লেখিত ফল নাও করে, তাহলেও অল্প পয়েন্ট নিয়ে ভারত উঠে যাবে ফাইনালে।
যেমন ভারত যদি ২-৩ ব্যবধানে হেরে যায়, সেক্ষেত্রেও পেতে পারে ফাইনালের টিকিট। তবে নিউজিল্যান্ডকে ইংল্যান্ডের সঙ্গে ১-১ এ ড্র করতে হবে, এছাড়া দক্ষিণ আফ্রিকা দুটি সিরিজেই যদি ১-১ এ ড্র করে এবং অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা সিরিজ ০-০ তে ড্র হয়। যদি এই চার সিরিজের ফল এমন হয়, তবে অস্ট্রেলিয়া ৫৮.৭৭ শতাংশ পয়েন্ট নিয়ে প্রথমে থাকবে, ভারতকে দ্বিতীয় স্থানে রাখতে ৫৩.১৫ শতাংশ পয়েন্ট যথেষ্ট। দক্ষিণ আফ্রিকা (৫২.৭৮ শতাংশ), নিউজিল্যান্ড (৫২.৩৮ শতাংশ) ও শ্রীলঙ্কা (৫১.২৮ শতাংশ) পরের তিন স্থানে থাকবে। মানে অন্য ফলগুলো পক্ষে থাকলে ভারতের ৪-০ তে জিততে হবে না।