বিবিধ
বাংলাদেশে নতুন ইলেকট্রনিক্স ব্র্যান্ড জেপিই (JPE) এর আত্মপ্রকাশ !
(১ মাস আগে) ৩ নভেম্বর ২০২৪, রবিবার, ৬:২২ অপরাহ্ন
বাংলাদেশে নতুন ইলেকট্রনিক্স ব্র্যান্ড জেপিই (JPE) আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশের ইলেকট্রনিক্স বাজারকে অত্যাধুনিক প্রযুক্তি এবং উচ্চমানের পণ্যসমূহ দিয়ে সমৃদ্ধ করার লক্ষ্যে এই ব্র্যান্ডের সূচনা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে চীনের জেপিই ব্র্যান্ডের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পন্য বিডি ইলেকট্রনিক্স-এর প্রতিষ্ঠাতা ও সিইও মো: রাকিবুল ইসলাম। তিনি বলেন, “আমরা বাংলাদেশের বাজারে জেপিই-এর উচ্চমানের ইলেকট্রনিক্স পণ্য নিয়ে আসতে পেরে আনন্দিত। এই পণ্যসমূহ গ্রাহকদের প্রয়োজন মেটাতে এবং উন্নত প্রযুক্তিগত সমাধান প্রদান করতে সক্ষম হবে।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিউচার টেকনোলজি-এর ব্যবস্থাপনা পরিচালক নেপাল রাজবংশী (নিপু), পরিচালক প্রদীপ সরকার এবং সিইও জাহিদুল ইসলাম। পণ্যবিডি এবং ফিউচার টেকনোলজির সহযোগিতায় জেপিই-এর প্রিমিয়াম ইলেকট্রনিক্স পণ্যসমূহ বাংলাদেশের বাজারে বিতরণ করা হবে।
মি. নেপাল রাজবংশী বলেন, “আমরা বাংলাদেশের জনগণকে উচ্চমানের ইলেকট্রনিক্স পণ্য সরবরাহ করতে পেরে আনন্দিত এবং আমরা বিশ্বাস করি জেপিই-এর পণ্যসমূহ আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি প্রদান করবে।” (বিজ্ঞপ্তি)