ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

হাসিনা ও তার মন্ত্রীদের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দায়ের

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ২ নভেম্বর ২০২৪, শনিবার, ৯:৩২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:১৮ অপরাহ্ন

mzamin

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদ ও সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২৮শে অক্টোবর লন্ডনের থ্রি বোল্ট কোর্স চেম্বারের ব্যারিস্টার মো. আশরাফুল আরেফিন এই অভিযোগ দায়ের করেন। অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও মূল সন্দেহভাজনদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার অনুরোধ করেছেন তিনি। ঢাকার একটি মিডিয়াকে তিনি বলেছেন, বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে এ বছরের জুলাইয়ে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করে। আন্দোলনে পুলিশের হাতে আবু সাঈদ নিহত হন। শান্তিপূর্ণ আন্দোলনে নৃশংসভাবে দমন-পীড়ন চালানো হয়। ওই সময় বাংলাদেশের সরকার আন্দোলন দমনে পুলিশ, র‌্যাব ও ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগকে মাঠে নামায়। তারা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, লাইভ বুলেট ব্যবহার করে। এতে প্রায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয় এবং প্রায় ২২ হাজার মানুষ আহত হন। গণহত্যার পাশাপাশি গুলিতে অন্তত ৯২ জন দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং শতশত মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। সরকারের এমন বিচারবহির্ভূত হত্যা, গুম, নির্যাতন, 'আয়নাঘরের' মতো গোপন নির্যাতন কেন্দ্র তৈরির কাজ আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ।

পাঠকের মতামত

খুনি, মানসিক বিকারগ্রস্ত উন্মাদটাকে দ্রুত গ্রেপ্তার করা হোক। আশরাফুল সাহেবকে অনেক ধন্যবাদ।

অবন্তিকা চৌধুরী
৩ নভেম্বর ২০২৪, রবিবার, ৪:৪৬ অপরাহ্ন

নিরপেক্ষ তদন্ত হোক, কারা 7.62 ব্যাবহার করে হত্যাকান্ড চালিয়েছে, পুলিশের গুলিতে কতোজন মারা গেছে, কতো পুলিশকে হত্যা করা হয়েছে, ৫ই আগস্টের পর থেকে সারা দেশে কতোজনকে হত্যা করা হয়েছে, কতো বাড়ি, ঘড়, ব্যাবসা প্রতিস্ঠান, ভাঙ্চুর, লুটতরাজ, অগ্নিসন্ত্রাশের শিকার হয়েছে, সবকিছুর নিরপেক্ষ তদন্ত হোক।

মোঃ নুরুল আমিন
৩ নভেম্বর ২০২৪, রবিবার, ১১:১৩ পূর্বাহ্ন

Apply fast.

Mohammed
৩ নভেম্বর ২০২৪, রবিবার, ৬:২৮ পূর্বাহ্ন

ব্যারিস্টার মোঃ আশরাফুল আরেফিন সাহেবকে অনেক ধন্যবাদ আই সি সি তে খুনি হাসিনা ও দোসরদের কুকর্মের অভিযোগ দায়ের করার জন্য।

অনামিকা
৩ নভেম্বর ২০২৪, রবিবার, ৬:০৫ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status