বাংলারজমিন
নবীগঞ্জে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নোমান গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে
২ নভেম্বর ২০২৪, শনিবারনবীগঞ্জে ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা নোমান আহমদ ভারতে পালিয়ে যাবার সময় সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় আটক হন। ভারত গমনকালে সিলেটের তামাবিল বর্ডারে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেনকে (৩৮) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় জিজ্ঞাসাবাদ শেষে তাকে সিলেট গোয়াইনঘাট থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। ইনাতগঞ্জ বাজারের বড় ব্যবসায়ী হিসেবে পরিচিত নোমান সম্প্রতি ইউনিয়ন পরিষদ বহালের দাবিতে সমাবেশ ও হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়ে বেশ আলোচনায় ছিলেন। পুলিশ ও বিজিবি সূত্র জানায়, গতকাল সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারত গমনকালে নোমান হোসেন (৩৮)কে আটক করা হয়। আটককৃত নোমান হোসেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর গ্রামের হাজী হেলিম উদ্দিনের ছেলে। নোমান উপজেলা যুবলীগের বহিষ্কৃত সদস্য। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১লা নভেম্বর) সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বৈধপথে ভারত যাওয়ার চেষ্টা করেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের সন্দেহ হলে নোমান হোসেনকে আটক করা হয়। পরে তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়। সিলেট বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, তামাবিল সীমান্ত দিয়ে ভারত গমনকালে নোমান হোসেনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জগন্নাথপুর থানায় নোমান হোসেনের নামে মামলা রয়েছে বলে জানা গেছে। ওই মামলায় তিনি জামিনে ছিলেন। তবে পুলিশ জানিয়েছে জামিনে থাকলেও তিনি বিদেশ গমন করতে পারবেন।
ওদিকে, ইনাতগঞ্জ বাজারে আলোচিত একটি খুনের ঘটনার পরপরই তিনি ভারতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আটকের ঘটনাকে রহস্যজনক হিসেবে অভিহিত করেন বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।