ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বিনোদন

পাকিস্তানে মুক্তি পেলো ‘তুফান’

স্টাফ রিপোর্টার
২ নভেম্বর ২০২৪, শনিবারmzamin

দেশের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তুফান’ এবার মুক্তি পেলো পাকিস্তানে। দেশটির  ৪২টি মাল্টিপ্লেক্সের ১২৮টির বেশি পর্দায় উর্দু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। জানা যায়, পাকিস্তানের সিন্ধু প্রদেশের বড় দুই শহর করাচি ও হায়দারাবাদের ৬টি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘তুফান’। তা ছাড়া পাঞ্জাব প্রদেশের লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ ১৩টি শহরের ৩৬টি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। পাকিস্তানের দর্শকদের জন্য সিনেমাটি উর্দু ভাষায় ডাবিং করা হয়েছে। এ বিষয়ে শাকিব খান বলেন, বাংলাদেশি সিনেমার গ্র্যান্ড বিশ্ব যাত্রা ‘প্রিয়তমা’ দিয়ে শুরু হয়। ওই সময়েই জানতে পেরেছি, সারা বিশ্বসহ পাকিস্তানেও আমার সিনেমা বা আমাকে নিয়ে তীব্র আগ্রহের কথা। ‘রাজকুমার’ সিনেমার ক্ষেত্রেও তাই ঘটেছে। অবশেষে পাকিস্তানি সিনেমাপ্রেমীরা তাদের সিনেমা হলে ‘তুফান’ দেখবে, তাও আবার ১২৮টির বেশি পর্দায়- এটা যেন হওয়ারই ছিল। আর এটা শুধু 
আমার একার নয়, বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য দুর্দান্ত সংবাদ। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার নায়িকা মিমি চক্রবর্তী ও দেশের মাসুমা রহমান নাবিলা। আরও রয়েছেন- চঞ্চল চৌধুরী, সালাহউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

 

 

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status