ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বিবিধ

গণতান্ত্রিক প্রজাতন্ত্র তিমুর-লেস্তের অনারারি কনসাল হিসেবে নিযুক্ত হলেন শেলটেক গ্রুপ ও এনভয় টেক্সটাইলের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ

(১ মাস আগে) ২৯ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৯:২২ অপরাহ্ন

mzamin

শেলটেক গ্রুপ এবং এনভয় টেক্সটাইলস লিমিটেডের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদকে বাংলাদেশে গণতান্ত্রিক প্রজাতন্ত্র তিমুর-লেস্তের (পূর্ব তিমুর) অনারারি কনসাল (সম্মানসূচক বাণিজ্যদূত) হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি পূর্বে স্পেনের রাজা কর্তৃক ২০২০ সালে স্প্যানিশ রয়েল অর্ডার অব মেরিটের নাইট অফিসার খেতাব লাভ করেন।

একটি ঘোষণা পত্রে, তিমুর-লেস্তের পররাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী বেনডিটো দস সান্তোস ফ্রেইতাস জানান, “আমি কুতুবউদ্দিন আহমেদকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র তিমুর-লেস্তের অনারারি কনসাল হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে নিযুক্ত করছি, যার দায়িত্ব হবে ঢাকায় তিমুর-লেস্তের এবং তার নাগরিকদের স্বার্থ রক্ষা করা, যা ১৯৬৩ সালের ভিয়েনা কনভেনশন অন কনসুলার রিলেশনস এবং তিমুর-লেস্তে ও বাংলাদেশের প্রচলিত আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। উপরোক্ত বিষয় নিশ্চিত করতে, এই পেটেন্ট পত্রটি আমার দ্বারা দিলি-তে ২৮ অক্টোবর, ২০২৪ তারিখে অনুমোদিত, স্বাক্ষরিত এবং সীলমোহরিত হয়েছে।”

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক প্রেসিডেন্ট কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন এবং ২০০২ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেন। ২০১৬ সালে তিনি ডিএইচএল এবং দ্য ডেইলি স্টার কর্তৃক ‘বছরের সেরা ব্যবসায়িক ব্যক্তি’ হিসেবে সম্মানিত হন।

কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তার অভিজ্ঞতা টেক্সটাইল, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, রিয়েল এস্টেট, নির্মাণ শিল্প, সিরামিক, বিমান চলাচলসহ বিভিন্ন শিল্পখাতজুড়ে বিস্তৃত। (বিজ্ঞপ্তি)

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status