বিবিধ
মানবজমিনে সংবাদ প্রকাশের পর এগিয়ে আসে ‘সুহানা ও আনিস আহমদে ফাউন্ডেশন’
ক্যান্সার জয় করলেন শ্রমিক নেতা শহীদুল ইসলামের স্ত্রী
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ২৮ অক্টোবর ২০২৪, সোমবার, ৬:১০ অপরাহ্ন
‘অর্থের অভাবে ক্যান্সার চিকিৎসা আটকে আছে শহীদুলের স্ত্রীর’ এই শিরোনামে দৈনিক মানবজমিন পত্রিকায় গত বছরের ১লা জুলাই একটি সংবাদ প্রকাশিত হয়। পোশাক শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাসের দাবিতে আন্দোলনের পক্ষে কথা বলায় গত ২৫শে জুন ২০২৩ বাংলাদেশ গার্মেন্টেস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের গাজীপুর শাখার সভাপতি শহীদুল ইসলাম নির্মম হত্যার শিকার হন। শহীদুলের মৃত্যুর পর অর্থের অভাবে তার স্ত্রী কাজলী বেগমের ক্যান্সারের চিকিৎসা বন্ধ হয়ে যায়।
সংবাদ প্রকাশের পর অসহায় কাজলী বেগমের চিকিৎসায় এগিয়ে আসে ‘সুহানা ও আনিস আহমদে ফাউন্ডেশন’। প্রতিষ্ঠানটি তার প্রয়োজনীয় কোমোথেরাপি, ২৫টি রেডিওথেরাপি এবং ডায়াগনষ্টিক পরীক্ষা-নিরীক্ষার খরচ বহন করে। তারা ঢাকার আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে এই চিকিৎসা প্রদান করেন।
কৃতজ্ঞতা প্রকাশ করে কাজলী বেগম বলেন, স্বামী হারানোর পর আমি হতাশায় ভেঙ্গে পড়েছিলাম। আমার এই কঠিন সময়ে ‘সুহানা ও আনিস আহমেদ ফাউন্ডেশন’র সর্বাত্মক সহযোগিতা এবং তাদের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও যোগাযোগ আমার আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। ফাউন্ডেশনের সহায়তায় আমি সফলভাবে আমার চিকিৎসা সম্পন্ন করতে পেরেছি।