ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বিনোদন

সার্টিফিকেশন বোর্ডও নিষিদ্ধ করলো ‘মেকআপ’

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ২৮ অক্টোবর ২০২৪, সোমবার, ১:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

mzamin

তিন বছর আগে নির্মিত ‘মেকআপ’ সিনেমাটি নিয়ে আবারও বিপত্তিতে নির্মাতা অনন্য মামুন। সিনেমাটিকে ফের প্রদর্শনের অযোগ্য বলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে দেখা যায়, সিনেমাটির প্রযোজক আজমাত রহমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০২৩ এর ১২(১) উপধারা লঙ্ঘন করে আপিল আবেদন করায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটি কর্তৃক এটি নাকচ করা হয়েছে। এর ফলে, এখন থেকে ‘মেকআপ’ সিনেমাটি সার্টিফিকেটবিহীন চলচ্চিত্র হওয়ায় সারাদেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করা সহ দোষীদের বিরুদ্ধে গ্রহণ করা হবে আইননানুগ ব্যবস্থাও। এর আগে সিনেমাটিতে এ অঙ্গনের মানুষদের বাজেভাবে উপস্থাপন করা হয়েছে অভিযোগ তুলে ২০২১ সালে সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ‘মেকআপ’ ছবিটি নির্মিত হয়েছে চিত্র জগতের গল্প নিয়ে। এর মূল চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান ও নিপা আহমেদ রিয়েলি। 

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status