ভারত
ক্রিকেটের পর এবার নতুন অবতারে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ২৬ অক্টোবর ২০২৪, শনিবার, ৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন
দরজায় কড়া নাড়ছে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন। আসন্ন এই ভোটে সাবেক ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করা হলো।ঝাড়খণ্ডের ছেলে ধোনি। রাঁচীতেই থাকেন। তাই রাজ্যে ভোট নিয়ে প্রচারে তার থেকে ভালো মুখ আর কে হতে পারেন? সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে ঝাড়খণ্ড নির্বাচনের জন্য মহেন্দ্র সিং ধোনিকে ব্রান্ড অ্যাম্বাসডর করা হলো। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ধোনিও নির্বাচন কমিশনের এই প্রস্তাবে রাজি হয়েছে। নির্বাচন নিয়ে প্রচারে তার ছবি ব্যবহারের অনুমতি দিয়েছেন।
মুখ্য নির্বাচনী কর্মকর্তা কে রবি কুমার সাংবাদিক বৈঠক করে বলেন, “ভোটারদের সচেতন করতে এবং ভোটদানে আগ্রহী করতে আমাদের সঙ্গে কাজ করবেন মহেন্দ্র সিং ধোনি।”
আগামী দিনে কীভাবে কাজ এগোবে, তার পরিকল্পনা করতে ধোনির সঙ্গে কমিশন যোগাযোগ রাখছে বলেও জানিয়েছেন তিনি। যুবসমাজের মধ্যে ধোনির জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যাতে নতুন প্রজন্ম আরও বেশি করে ভোট দিতে আসেন। এর আগেও নির্বাচন কমিশন ক্রীড়াবিদদের সচেতনতা প্রচারের মুখ হিসেবে তুলে ধরেছে। সেটা কখনও জাতীয় স্তরে, কখনও-বা রাজ্যস্তরে। ২০২৩-এ শচীন টেণ্ডুলকারকে ‘ন্যাশনাল আইকন’ হিসাবে বেছে নিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন।, মেরি কম, সাইনা নেহওয়ালকেও অতীতে বিভিন্ন নির্বাচনের আগে কমিশনের প্রচারের মুখ হিসাবে ব্যবহার করা হয়েছে।
আমির খান, মনোজ ত্রিপাঠী, রাজকুমার রাওয়ের মতো অভিনেতারাও রয়েছেন এই তালিকায়। আগামী ১৩ নভেম্বর ঝাড়খণ্ডে প্রথম দফার নির্বাচন রয়েছে। দ্বিতীয় দফার ভোট ২০ নভেম্বর। আগামী ২৩ নভেম্বর নির্বাচনের ফল প্রকাশ হবে। এবারের নির্বাচনে শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা লালু প্রসাদের দল রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে জোটে লড়ছে। মোট ৮১টি আসনের মধ্যে জেএমএম ৭০টি আসনে লড়ছে। আরজেডি লড়বে বাকি ১১টি আসনে। অন্যদিকে বিজেপি জেডিইউ, এলজেপি, এজেএসইউ দলের সঙ্গে জোটে লড়বে নির্বাচনে।
সূত্র : ইকোনোমিক টাইমস