ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

শিক্ষাঙ্গন

গেস্টরুমে না যাওয়ার অপরাধে ঢাবি শিক্ষার্থীকে মারধর

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

(১ বছর আগে) ২৫ জুলাই ২০২২, সোমবার, ৩:৪৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২৬ পূর্বাহ্ন

mzamin

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থীকে কথিত গেস্টরুমে না যাওয়ার অপরাধে মারধরের অভিযোগ উঠেছে ওই হলের  সিনিয়র এক শিক্ষার্থীর বিরুদ্ধে।  ভুক্তভোগী ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, গতকাল রোববার (২৪ জুলাই) রাত ১১টার দিকে হলের ১৭৭নং রুমে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রের নাম ইয়াসির আরাফাত প্লাবন। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্লাবন হল ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তিনি হল শাখা ছাত্রলীগের সভাপতি তানভীর শিকদারের অনুসারী হিসেবে পরিচিত ।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. শিপন মিয়া। তিনি তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

মানবজমিনকে ঘটনার বিবরণ দিতে গিয়ে নির্যাতনের শিকার শিপন মিয়া জানান, গতকাল রাতে আমাদের হলের ১৭৭নং রুমে সিনিয়র পলিটিক্যাল ভাইয়েরা আমাদের ব্যাচের সবাইকে ডাকেন। পরদিন(আজ) পরীক্ষা থাকায় সেখানে না গিয়ে রুমে পড়ছিলাম। পরে আমার বন্ধুদের দিয়ে বড় ভাইয়েরা আবার আমাকে ডাকতে পাঠায়। আমি তাদের অপারগতার কথা বলি। কিছুক্ষণ পর ফের ডাকতে পাঠালে আমি ভাইদের রুমে যায়।

রুমে যাওয়ার পর পরই ইয়াসির (অভিযুক্ত) আমার উপর চড়াও হয়।

বিজ্ঞাপন
সে প্রথমেই আমাকে ধমক দিয়ে বলে, এই তুই ডাকার সাথে সাথে আসিস না কেন? এ কথা বলেই সে আমার শার্টের কলার ধরে দুই গালে দুইটা থাপ্পড় দিলো। কিছুক্ষণ অকথ্য ভাষায় গালাগাল করার পর ফের আরেকটা চড় দিল। পুরোটা সময় আমাকে টানা-হেঁচড়া করলো সে। রুমে তখন আরো ১০-১১ জন সিনিয়র শিক্ষার্থী ছিল। তাদের অনেকেই আমাকে নানাভাবে হেনস্তা করছিল। মার খেয়ে আমি অনেকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাই। ভয়ে গতকাল রাতে অন্য হলে ঘুমিয়েছি। ইয়াসির আমাকে পরীক্ষার পরে হল থেকে বের করে দেয়ারও হুমকি দেয়।

নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দেবেন বলে জানিয়েছেন।

অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত ইয়াসিরের মুঠোফোন একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

গতকাল সেখানে উপস্থিত ছিল এরকম একাধিক তৃতীয় বর্ষের শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, হল সভাপতি তানভীর হাসান শিকদারের নির্দেশে বড় ভাইয়েরা তাদের হার্ড গেস্টরুম নিচ্ছেন। তবে যোগাযোগ করা হলে এসএম হল সভাপতি তানভীর হাসান এমন অভিযোগ অস্বীকার করে বলেন, তারা দুজনে আমার হলের জুনিয়র। যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত কোন ঘটনার অভিযোগ কেউ করে তাহলে আমি খোঁজ নিয়ে দোষীর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব।

 

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

আরও খবর

   

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status