কলকাতা কথকতা
ভারতে ৩০ অনূর্ধ্বরা বিয়ে নয়, সহবাসে আগ্রহী
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ সপ্তাহ আগে) ২৫ জুলাই ২০২২, সোমবার, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৪৭ অপরাহ্ন

প্রতীকী ছবি
জনপ্রিয় একটি ডেটিং অ্যাপ দেশজুড়ে একটি সমীক্ষা চালিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য তুলে এনেছে। ভারতে ৩০ বছরের কমবয়স্ক তরুণ-তরুণীদের ৬৩ শতাংশ আর বিয়েতে আগ্রহী নয়, তারা চায় সহবাসের মাধ্যমে যৌনতা। ৩০ বছরের বেশি বয়স্কদের মধ্যে ৫৫ শতাংশ এখনও বিয়েতেই বিশ্বাসী বেশি। ৩০-এর কমবয়স্কদের মধ্যে ২৮ শতাংশ বিয়েতে আস্থাশীল। তারা বিয়ের পর যৌনতায় আগ্রহী বেশি। তবে, ৭৪.৫ শতাংশ নরনারী বিশ্বাস করেন সহবাস কিংবা যৌনতা তাঁদের পেশাগত জীবনকে ক্ষতিগ্রস্ত করে না। ৬৯ শতাংশ আবার সম্পর্ক ভাঙার পর বা সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর মানসিক বৈকল্য হয় বলে মনে করেন। তবে, ডেটিং অ্যাপ-এর এই সমীক্ষায় অল্পবয়সী মেয়ে এবং ছেলেরা যৌনতাকে খিদে পাওয়ার সঙ্গে তুলনা করেছে। তাদের বক্তব্য, মানুষ খিদে পেলে যেমন খায় তেমনই যৌনতার ইচ্ছা হলে যৌনতায় লিপ্ত হয়। ওয়ান নাইট স্ট্যান্ডেও তাদের আপত্তি নেই।