অনলাইন
বেশ কয়েকজন বিচারপতিকে চায়ের আমন্ত্রণ প্রধান বিচারপতির
স্টাফ রিপোর্টার
(৯ মাস আগে) ১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:২৯ অপরাহ্ন
হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১৬ অক্টোবর) তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্র জানায়, নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠা ৩০ বিচারপতির পদত্যাগ চেয়ে সাধারণ আইনজীবীরা গতকাল প্রধান বিচারপতির কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছে। ধারণা করা হচ্ছে ৩০ বিচারপতির পদত্যাগ চেয়ে আন্দোলন করা তাদের মধ্য চায়ের আমন্ত্রণ প্রাপ্তরা রয়েছেন। এদিকে বিচারপতিদের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে হাইকোর্টে প্রবেশ করছে শিক্ষার্থীরা।
পাঠকের মতামত
বিচারক যেই হননা কেন তদের সম্পুর্ন নিরপেক্ষ থাকা একান্ত জরুরী।
সুপ্রিম কোটে যেভাবে বাধ্য করা হলো তাতে সুপ্রিম কোটের সম্মানহানি হয়েছে, এখন হাইকোর্ট এ যে অবস্থা করা হচ্ছে বলার বাহিরে। পরবর্তী সরকার এসে তো সব বিচারপতিদের পদত্যাগ করাবে,তখন? এভাবে করা ঠিক হচ্ছে না।
দূর্নীতিবাজ বিচারকদের পদত্যাগ চাই!!!
ভালো-য় ভালো-য় চলে যাক এরা।
তাঁদের পদত্যাগ করে চলে যাওয়াই উত্তম হবে!