ঢাকা, ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

কুলিয়ারচরে ৩২ মণ্ডপে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপিত

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৪, সোমবার
mzamin

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ৩২ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হয়েছে। গতকাল প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয় ৫ দিনের এই আয়োজন। বুধবার মহাষষ্ঠী তিথি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজার মধ্যদিয়ে দেবীর আমন্ত্রণ ও আধিবাসের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা হয়। পূজা চলাকালে ভক্তদের পদভারে মুখরিত ছিল মণ্ডপগুলো। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে গতকাল রোববার দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জনের মাধ্যমে দেবীর ঘোটকে গমন করেন। এ বছর কিশোরগঞ্জের উপজেলায় ৩২টি পূজামণ্ডপে ধুমধামের সঙ্গে পূজা উদ্‌যাপিত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পালন করার জন্যে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলমের দিকনির্দেশনায় কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপি’র পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা বিধানে দলীয় নেতাকর্মী সার্বিকভাবে সহযোগিতা করেছে। পূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কুলিয়ারচর উপজেলার বিএনপি সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপি সভাপতি হাজী রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ্‌ আলমসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের  নেতাকর্মীগণ প্রতি রাতে পূজামণ্ডপগুলো পরিদর্শন করে ভক্ত ও পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। এরই মাঝে গত ১০ই অক্টোবর উপজেলার ছয়সূতী ইউনিয়নের হাজারীনগর গ্রামে নিজ বাড়িতে সর্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন কমিটির সাবেক সভাপতি শ্রী জিতেন্দ্র লাল ভৌমিক। পূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মণ্ডপগুলোতে কয়েক স্তরবিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ-জোহরা, থানার ভারপ্রাপ্ত কর্মমকর্তা মো.  হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক অরূপ রতন দাস বিজয়, পূজামণ্ডপগুলো পরিদর্শনসহ সার্বিকভাবে সহযোগিতা করেছেন। এ বছর উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি  পৌরসভায় ৩২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কুলিয়ারচর পৌর এলাকায় ১০টি, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে ১টি, রামদী ইউনিয়নে ৪টি, উছমানপুর ইউনিয়নে ৫টি, ছয়সূতী ইউনিয়নে ২টি, সালুয়া ইউনিয়নে ৮টি ও ফরিদপুর ইউনিয়নে ২টি দুর্গামণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status