ঢাকা, ১৯ জুলাই ২০২৫, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

প্রকাশ হচ্ছে নাভালনির স্মৃতিকথা

মানবজমিন ডেস্ক
১৪ অক্টোবর ২০২৪, সোমবার

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আলেক্স নাভালনির মরণোত্তর স্মৃতিকথা প্রকাশ হচ্ছে ২২শে অক্টোবর। এ বছরের ফেব্রুয়ারিতে কারাগারে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন রাশিয়ার ভিন্নমতাবলম্বী ওই নেতা। তিনি বিশ্বাস করতেন কারাগারেই তিনি মারা যাবেন। বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, দ্য নিউ ইয়র্কার শুক্রবার এই বই থেকে অংশ বিশেষ প্রকাশ করেছে, যাতে নাভালনির জেলখানার ডায়েরি এবং তার আগের লেখা রয়েছে। সেখানে নাভালনি ২০২২ সালের ২২শে মার্চ লিখেছেন, আমি বাকি জীবন কারাগারে কাটিয়ে দেবো এবং এখানেই মারা যাবো।  তিনি আরও লিখেন, কারাগারে আমাকে বিদায় বলার মতো কেউ থাকবে না। আমাকে ছাড়াই প্রতিটি বার্ষিকী উদ্‌যাপন করা হবে, আমার নাতি-নাতনিদের দেখতে পাবো না।  নাভালনি তার ডায়েরি লেখার সময় একটি আর্কটিক পেনাল কলোনিতে ‘চরমপন্থার’ অভিযোগে ১৯ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। এ বছরের ১৬ই ফেব্রুয়ারি ৪৭ বছর বয়সে কারাগারে তার মৃত্যুতে নিন্দার ঝড় ওঠে। তার মৃত্যুর জন্য অনেকেই পুতিনকে দোষারোপ করেছে। নাভালনিকে ২০২০ সালে বিষ ক্রিয়ায় আক্রান্ত হওয়ার পর বিদেশ থেকে জরুরি চিকিৎসা শেষে রাশিয়ায় ফিরে আসার পর ২০২১ সালের জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালের ১৭ই জানুয়ারিতে ডায়েরিতে নাভালনি লিখেছেন, একমাত্র ভয় হচ্ছে আমরা আমাদের জন্মভূমি এক দল মিথ্যাবাদী, চোর এবং ভণ্ডদের দ্বারা লুণ্ঠিত হওয়ার জন্য রেখে যাবো। লন্ডন টাইমস-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই ডায়েরিটি কারাগারে নাভালনির ওপর নির্যাতন এবং অনশনের ফলে তার শরীরের অমানবিক দশার কথা প্রকাশ করে।
নাভালনি আরও লিখেছেন, আমি বিধ্বস্ত বোধ করছি। আমরা গোসলখানায় গেলাম। গরম ঝরনার নিচে দাঁড়িয়ে থাকা আমার জন্য কষ্টের ছিল। ফলে আমার পা আমাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। তিনি আরও লিখেন, এখন সন্ধ্যা হয়েছে এবং আমার দুর্বল লাগছে। মনে হয় শুধু শুয়ে থাকি, এবং প্রথমবারের মতো আমি আবেগতাড়িত হয়ে নিজেকে খুব নিচু মানের ভাবছি।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status