খেলা
সাকিব ইস্যুতে আন্দোলনকারীদের সমর্থন ক্রীড়া উপদেষ্টার
স্পোর্টস ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৬ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। গঠন হয় অন্তবর্তীকালীন সরকার। রাজনৈতিক এই অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে সরে গিয়েছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার ঘরের মাঠের দ্বিপক্ষীয় সিরিজকেই তাই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া দেশের মাটিতে খেলেই টেস্ট থেকে অবসর নিতে চান সাকিব আল হাসান। তাকেও ঘরের মাঠেই বিদায় দিতে চায় ক্রিকেট বোর্ড।
রাজনৈতিক কারণে তার নিরাপত্তা নিয়েও রয়েছে শঙ্কা। এসব দেখতেই দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো আজ মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠকের পর শের-ই-বাংলা স্টেডিয়ামের অবকাঠামো ঘুরে দেখেন তিনি। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব আল হাসানের দেশে ফেরা এবং দেশ ত্যাগের নিশ্চয়তার প্রসঙ্গে কথা বলেন আসিফ। কথা বলেন সাকিব ইস্যুতে আন্দোলনকারীদের নিয়েও।
সাকিবের দেশে ফেরা এবং বিদায়ী টেস্টে খেলা আটকাতে মিরপুরে স্টেডিয়ামের সামনে প্রতিবাদ করেছে একটি পক্ষ। এ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বললেন, ‘দেয়াল লিখনের যে ব্যাপারটা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু দেখেছি, এটা তো আসলে আবেগের ব্যাপার। তাদেরও ওই অধিকার আছে। গণতান্ত্রিক দেশ, সাংবাদিক অধিকার যেকোনো ধরনের মুভমেন্ট বা যেকোনো কিছু করার। তবে এক্ষেত্রে আমার কারো নিরাপত্তা যেন হুমকির মুখে যেন না ফেলি।’