খেলা
ডেনমার্ককে হারিয়ে শীর্ষে স্পেন
স্পোর্টস ডেস্ক:
(৯ মাস আগে) ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২:৩৮ অপরাহ্ন

যথারীতি দাপুটে ফুটবল খেললো স্পেন। ম্যাচের আগাগোড়া আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষের গোল পোস্টে নিলো ২৫টি শট। কিন্তু কাজের কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত মার্টিন জুবিমেন্দির গোলে হাঁপ ছাড়ে স্প্যানিয়ার্ডরা। নেশন্স লীগে শনিবার রাতে ঘরের মাঠে ডেনমার্ককে ১-০ গোলে হারায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন। আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলে ব্যবধান গড়ে দেন জুবিমেন্দি।
আসরে প্রথম দুই ম্যাচেই ২-০ গোলে জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পেল ডেনমার্ক। আর সার্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে পথচলা শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল স্পেন। প্রতিযোগিতামূলক ফুটবলে এই নিয়ে টানা ১৮ ম্যাচে অপরাজিত রইলো ইউরোজয়ী দলটি।
গত জুলাইয়ে ইউরো জয়ের পর ঘরের মাঠে স্পেনের প্রথম ম্যাচ ছিল এটি। তাই ছিল উৎসবের আবহ। ম্যাচ শুরুর আগে দর্শকদের সামনে ইউরোর ট্রফি উঁচিয়ে ধরেন স্পেন অধিনায়ক আলভারো মোরাতা।
ম্যাচের ৭৯তম মিনিটে জালের দেখা পায় স্পেন। ডেনমার্কের এক ডিফেন্ডার হেডে বল ক্লিয়ার করার পর বক্সের বাইরে থেকে জোরাল ভলি করেন জুবিমেন্দি, প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বল আশ্রয় নেয় জালে, স্মাইকেল ঝাঁপিয়ে পড়ে বলে হাত ছোঁয়ালেও আটকাতে পারেননি। স্পেনের হয়ে ১৩ ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন ২৫ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার জুবিমেন্দি।
‘এ’ লীগের চার নম্বর গ্রুপে ৩ ম্যাচে স্পেনের পয়েন্ট হলো ৭। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল ডেনমার্ক। আরেক ম্যাচে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে, ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে সার্বিয়া। তিন ম্যাচেই হেরেছে সুইসরা।