ঢাকা, ১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

গোল করার পর কেন তুলে নেয়া হলো রোনালদোকে

স্পোর্টস ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩৬ পূর্বাহ্ন

mzamin

দলের দাপুটে জয়ে এক গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো নিজেও। কিন্তু ম্যাচের এক ঘণ্টা ফুরাতেই তাকে মাঠ থেকে তুলে নিলেন কোচ রবার্তো মার্টিনেজ। পরে কোচ নিজেই জানালেন, এত দ্রুতই কেন তুলে নিলেন রোনালদোকে!

উয়েফা নেশন্স লীগের ম্যাচে শনিবার পোলান্ডের বিপক্ষে প্রথমার্ধেই গোল করেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে তার ১৩৩তম গোল এটি। ক্যারিয়ার গোল হলো এখন ৯০৬টি। রোনালদোর আগেই গোল করে দলকে এগিয়ে নেন বারনার্দো সিলভা। পোল্যান্ডের ওয়ারশতে শেষ পর্যন্ত ম্যাচটি ৩-১ গোলে জিতে নেয় পর্তুগাল। ম্যাচের ৬৩তম মিনিটে রোনালদো ও রাফায়েল লেয়াওকে একসঙ্গে তুলে নেন কোচ রবার্তো মার্টিনেজ।

ম্যাচের পর তিনি বললেন, ফুটবলারদের পর্যাপ্ত বিশ্রাম দিতে ও অন্যদের পরখ করে দেখতেই তার এই সিদ্ধান্ত।

মার্টিনেজ বলেন, ‘আমরা কীভাবে ফুটবলারদের সামলাচ্ছি ও দেখভাল করছি, এটা গুরুত্বপূর্ণ। ৭২ ঘণ্টার ভেতর দুটি ম্যাচ খেলতে হচ্ছে। দিয়েগো জটাকেও পরে মাঠে নামানো হয়েছে। বেঞ্চে থাকা ফুটবলারদের সুযোগ দেওয়া জরুরি। ক্রিস্টিয়ানো একদম ঠিকঠাক আছে।’

নেশন্স লীগে তিন ম্যাচের প্রতিটিতেই জিতে এখন গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। হতাশার ইউরো অভিযানের পর দল এখন অনেকটাই গুছিয়ে উঠেছে, বললেন কোচ।

মার্টিনেজ বলেন, ‘এখন আমাদের আরও বেশি ফুটবলার আছে, শক্তির গভীরতা বেশি। দলটা আরও লড়িয়ে হয়ে উঠছে, যা নিয়ে আমরা কাজ করছি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চেয়েও আরও বেশি গুছিয়ে নিয়েছি এখন আমরা।’

পর্তুগালের স্প্যানিয়ার্ড কোচ বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ও মনোযোগ এখন বিশ্বকাপ ঘিরে। আমি খুবই খুশি, ছেলেদের মানসিকতা অসাধারণ। আজকে কঠিন এক মাঠে ছেলেরা দারুণভাবে নিজেদের মেলে ধরেছে। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পারফরম্যান্স এটি।’

দেশের হয়ে টানা তৃতীয় ম্যাচে গোল পেলেন রোনালদো। টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ লীগের ১ নম্বর গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। শুরুতে কয়েকটি সুযোগ হাতছাড়া হওয়ার পর ২৬তম মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ভীষণ খারাপ সময়ের মধ্য দিয়ে চলা ব্রুনো ফার্নান্দেজের হেড পাস পেয়ে, বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন ম্যানচেস্টার সিটির বারনার্দো সিলভা।

৩৭তম মিনিটে দলকে ফের উল্লাসে ভাসান রোনালদো। গোলটির পেছনে বড় কৃতিত্ব রাফায়েল লেয়াওয়ের। মাঝমাঠে একজনের চ্যালেঞ্জ সামলে বল নিয়ন্ত্রণে নিয়ে, আরেক জনকে কাটিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শট নেন এসি মিলান ফরোয়ার্ড। 

বল পোস্টে লেগে চলে যায় রোনালদোর পায়ে, প্রথম ছোঁয়ায় নিচু শটে লক্ষ্যভেদ করেন আল নাস্র তারকা। আসরে তিন ম্যাচ খেলে প্রতিটিতেই জালের দেখা পেলেন রোনালদো। ২০০৭ সালের সেপ্টেম্বরের পর পোল্যান্ডের বিপক্ষে এটি তার প্রথম গোল।

২০২৪ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৩৩ গোল হলো ৩৯ বছর বয়সী ফরোয়ার্ডের। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১৩৩টি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ফুটবলে তার মোট গোল এখন ৯০৬টি।

এরপরই একসঙ্গে রোনালদো ও লেয়াওকে তুলে নিয়ে দিয়োগো জটা ও ত্রিনকাওকে নামান কোচ। ৭৮তম মিনিটে ব্যবধান কমায় পোল্যান্ড। বক্সে বল ধরে কোনাকুনি শটে গোলটি করেন ইন্টার মিলান মিডফিল্ডার পিওতর জেলিনস্কি। তবে ৮৮তম মিনিটে তাদের সব আশা শেষ হয়ে যায় নিজেদেরই ভুলে। নিজেদের জালেই বল ঠেলে দেন ডিফেন্ডার ইয়ান বেদনারেক।

দিনের আরেক ম্যাচে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারানো ক্রোয়েশিয়া ৬ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তৃতীয় স্থানে পোল্যান্ডের পয়েন্ট ৩। স্কটল্যান্ড এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status