ঢাকা, ৩ নভেম্বর ২০২৪, রবিবার, ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

সেমিনারে বদিউল আলম মজুমদার

নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে হবে

স্টাফ রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ১২ অক্টোবর ২০২৪, শনিবার, ২:০০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

mzamin

নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘নির্বাচন একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে হবে। আমরা যদি ওই একদিনই (নির্বাচনের দিন) নিবিষ্ট থাকি তাহলে নির্বাচন অনেকভাবে বিতর্কিত ও অগ্রহণযোগ্য হতে পারে। তাই পুরো প্রক্রিয়াটা নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ করা দরকার।’

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ‘নির্বাচন কমিশনে কেমন সংস্কার চাই’ শীর্ষক সেমিনারে বক্তব্যে তিনি এক কথা বলেন।  

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন প্রক্রিয়াটা গণমাধ্যমেরও পর্যবেক্ষণ করা দরকার। একইসঙ্গে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য কেউ কেউ দায়িত্ব নেন, তাদেরও পর্যবেক্ষণ করতে হবে। নাগরিকদেরও পর্যবেক্ষণ করতে হবে। আমাদের পুরো প্রক্রিয়াটা সঠিক হতে হবে। পুরো প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন যে বিশ্বাসযোগ্য ছিলো সেটা জনগণের কাছে প্রতীয়মান হতে হবে।’

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এছাড়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

‘নোটা’ (NOTA — None of the Above, বাংলায় ‘কেউ পছন্দ নয়’) ভোটের বিধান চালু করুন।

মিলন আজাদ
১২ অক্টোবর ২০২৪, শনিবার, ৮:১০ অপরাহ্ন

অব্শ্যই গ্রহনযোগ্য হতেহবে । প্রতিটা বিভাগে ৭ দিন পরপর যোগ্য নিরপেক্ষ কর্চারিদের বাছাই করে বিভাগ গুলোতে তাদের দিয়ে করাতে হবে ।

সেখ হেমায়েত হোসেন
১২ অক্টোবর ২০২৪, শনিবার, ৬:৪৪ অপরাহ্ন

জনাব বডিউল আলম মজুমদার নিরপেক্ষ নির্বাচন নিয়ে সবসময়ই সোচ্চার ছিলেন এবং আছেন। কিভাবে নির্বাচন সুষ্ঠু,নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য করা যায় সে বিষয়ে উনি ইতিপূর্বে বহু বক্তব্য উপস্থাপন। সেকারণে জনাব মজুমদার কে তিন মাসের পরিবর্তে দুই মাসের মধ্যেই নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট দাখিল করার জন্য অনুরোধ জানাচ্ছি।

মোঃ মোদাচ্ছের হোসেন
১২ অক্টোবর ২০২৪, শনিবার, ৫:১০ অপরাহ্ন

বাস্তব সত্যি কথাই বলেছেন। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হলে অবশ্যই সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। তাহলে অবশ্যই জনগণ উৎসাহ উদ্দীপনা নিয়েই ভোট কেন্দ্রে পাবে এবং উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।

নুরুল কবির
১২ অক্টোবর ২০২৪, শনিবার, ২:২৬ অপরাহ্ন

নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে হবে,এটা তো আওয়ামীলিগ ব্যতিত সকলের চাওয়া।সে জন্যই তো আপনাকে দায়িত্ব দিয়েছে।কি করে করা যায় তাই করুন।জনগন কথার চেয়ে কাজ বেশী দেখতে চায়।

MU
১২ অক্টোবর ২০২৪, শনিবার, ২:১২ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status