রাজনীতি
দুর্নীতি-লুটপাটের কারণেই আওয়ামী লীগ দেশ থেকে পালিয়েছে: রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার
(৮ মাস আগে) ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৯ অপরাহ্ন

দুর্নীতি-লুটপাট করার কারণেই আওয়ামী লীগ গোষ্ঠীসহ দেশ থেকে পালিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। শুক্রবার রাজধানীর ধানমন্ডি উত্তর থানা জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রফিকুল ইসলাম বলেন, ছাত্র-জনতা তাদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য আন্দোলন করেনি। শুধু ক্ষমতা ছেড়ে দেয়ার জন্য আন্দোলন করেছে। তাহলে যে দল গত ১৫ বছর ক্ষমতায় থেকে মানুষকে উন্নয়নের মহাসড়কের গল্প শুনিয়েছে সে দল কেন ক্ষমতা ছেড়ে এক মিনিটও থাকতে পারলো না? তার একটি মাত্র কারণ, তারা দেশকে উন্নয়নের মহাসড়কে নেয়নি বরং দুর্নীতি-লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় তৈরি করেছে। এটি তারা নিজেরাও জানে, সেজন্যই ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে গেছে।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর ওপর স্বৈরাচার আওয়ামী লীগ গত ১৫ বছরে যত জুলুম ও নির্যাতন করেছে তা বর্ণনা করে শেষ করা যাবে না। কিন্তু জামায়াতের কোনো নেতাকর্মীকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি এবং যায়নি। কারণ জামায়াতের নেতাকর্মীরা মানুষের সম্পদ লুটপাট করেনি এবং মানুষ হত্যা করেনি। জামায়াতের রাজনৈতিক কর্মসূচিই হচ্ছে মানুষের অধিকার নিশ্চিত করা। আর মানুুষের অধিকারের নিশ্চয়তা পাবে কেবল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে। সেজন্য আমরা বলছি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
ধানমন্ডি উত্তর থানা আমীর আবু শাহাদাত মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার শেখ আল-আমিন, কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান, মজলিসে শূরা সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, জাহেদুর রহমান, মাওলানা মুহিব্বুল হক ফরিদ, এডভোকেট জসিম উদ্দীন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।