ঢাকা, ১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

শরীর ও মন

অটিজম শিশুর চিকিৎসা সম্পর্কিত কিছু অভিজ্ঞতা

ডা. এম এ হক, পিএইচডি
৯ অক্টোবর ২০২৪, বুধবার

গত ৩রা অক্টোবর ২০২৪ ইং আমরা সাইফ- এর চিকিৎসা বিষয়ে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করবো অজিতা’র বিষয়ে।
অজিতা, বয়স ৫ বছর ৮ মাস। গত ২২শে জুলাই ২০২৩ ইং অজিতা পিতা-মাতার সঙ্গে আমাদের সেন্টারে আসে। অজিতা অটিজমে আক্রান্ত। সে কথা বলতে পারে না, অস্থির, ছোটাছুটি করে, কারও সঙ্গে মেশে না। নিজের আঙ্গুল নিয়ে খেলা করে। নিজের মতো করে অর্থহীন শব্দ বলতে থাকে।
অজিতা’র মায়ের কাছে জিজ্ঞাসা করলাম আপনার সন্তানের সমস্যা কী বলুন? মা বললেন অটিজম; কথা বলে না। অস্থিরতা বেশি, সারাক্ষণ নিজের মতো করে অর্থহীন শব্দ বলতে থাকে-এই বলেই মা থামলেন। মাকে জিজ্ঞাসা করলাম আর কি সমস্যা? মা বললেন আর মারামারি করে। আর কোনো সমস্যা নেই।
এবার অজিতা’র মাকে জিজ্ঞাসা করলাম অজিতা কি হ্যান্ড ফ্লাফিং করে? মা বললেন  হ্যান্ড ফ্লাফিং করে না; তবে আঙ্গুল নিয়ে আপন মনে খেলতে থাকে। আবার জিজ্ঞাসা করলাম ও কি জিনিসপত্র ফেলে দেয়? মা বললেন ফেলে দেয়। মা জানতে চাইলেন আমার মেয়ে কথা বলতে পারবে তো?
আমি ও আমার গবেষকগণ রোগী পর্যবেক্ষণ করে দেখতে পেলাম অজিতা অটিজমে আক্রান্ত। সে কথা বলতে পারে না, অস্থির, ছোটাছুটি করে, কারও সঙ্গে মিশে না। নিজের আঙ্গুল নিয়ে খেলা করে। নিজের মতো করে অর্থহীন শব্দ বলতে থাকে। দুষ্টামিতে ভরপুর। লজ্জা বোঝে না। উলঙ্গ অবস্থায় অন্য মানুষের সম্মুখে চলে যায়। অন্যকে মারে, জিনিসপত্র ফেলে দেয়। নিয়মিত পায়খানা হয় না; সারাক্ষণ হাত এবং পা নাড়াতেই থাকে। ছোটবেলাই নিউমোনিয়া হয়েছিল।
তথ্যসমূহ অ্যানালাইসিস করে অজিতা’র চিকিৎসা শুরু করি।
ফলোআপ: বর্তমানে অজিতা কথা বলে। তার অন্যান্য সমস্যাও তেমন নেই; তবে এখনো সে সম্পূর্ণ সুস্থ নয়। তার চিকিৎসা চলমান।


লেখক:  ডা. এমএ হক, পিএইচডি; এমফিল, ডিএইচএমএস। চিকিৎসক ও গবেষক (ক্রনিক ডিজিজ অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার)।
চেম্বার: নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার ট্রিটমেন্ট অ্যান্ড রিচার্স সেন্টার (ড. হক হোমিও ট্রিটমেন্ট অ্যান্ড রিচার্স সেন্টারের একটি প্রতিষ্ঠান), বিটিআই সেন্ট্রা গ্রান্ড, গ্রাউন্ড ফ্লোর (জি-৪), ১৪৪ গ্রীন রোড, পান্থপথ, ঢাকা। 
মোবাইল: ০১৭০৭-০৭৩১৪১

পাঠকের মতামত

আমার মেয়ে অটিজমে আক্রান্ত। সে কারও সাথে কথা বলেনা আপন মনে চলে অস্থির শরীরে কাপড় রাখেনা। তার বয়স ৩০। আর বাইরে বের হয়না। তাই কোথাও নিয়ে যেতে পারিনা এমনকি ডাক্তারের চেম্বারেওন না।

MD Nasir Uddin Chowd
১২ অক্টোবর ২০২৪, শনিবার, ১১:০২ পূর্বাহ্ন

শরীর ও মন থেকে আরও পড়ুন

শরীর ও মন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status