বাংলারজমিন
শার্শায় অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৪
বেনাপোল (যশোর) প্রতিনিধি
৬ অক্টোবর ২০২৪, রবিবারযশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বাংলাদেশি চার নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা।
এরমধ্যে একজন পুরুষ ও ৩জন নারী রয়েছেন। শনিবার সকালে সীমান্তের পাঁচভূলট এলাকার একটি মাঠে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মাগুরা জেলার শ্রীপুর থানার কুপোরিয়া গ্রামের গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জুশ্রী জোয়ারদার (৩৭) ও একই জেলার কুপোরিয়া গ্রামের বিনয় জোয়ারদারের মেয়ে দিঘি জোয়ারদার (১৪), বাগেরহাট জেলার পাতিলাখালী গ্রামের সঞ্জয় শিকদারের মেয়ে অর্পিতা শিকদার (৩০) ও একই জেলার কচুয়া থানার শাখারগাজী গ্রামের শচীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস (২০)।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারেন তারা অবৈধভাবে পাঁচভূলট সীমান্ত এলাকার একটি মাঠ দিয়ে ভারতে যাচ্ছেন। এমন খবরে বিজিবি’র একটি দল ওই এলাকায় গোপনে অবস্থান নেন। এ সময় ওই মাঠ দিয়ে ভারতে যাওয়ার সময় তিনজন নারী ও একজন পুরুষকে আটক করে বিজিবি।
খুলনা ২১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্র্নেল খুরশিদ আনোয়ার (পিএসসি) জানান, অবৈধভাবে পাঁচভূলট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।