বিনোদন
‘উপস্থাপনা আমার ভালোবাসার জায়গা’
স্টাফ রিপোর্টার
৬ অক্টোবর ২০২৪, রবিবার
২০১৫ সালে বিটিভি’র মাধ্যমে উপস্থাপনায় যাত্রা শুরু হয় সাদিয়া শিমুলের। এরপর একে একে ব্যস্ত হতে থাকেন বিভিন্ন চ্যানেলে। মূলত মিউজিক্যাল প্রোগ্রামগুলোর মাধ্যমেই উপস্থাপক হিসেবে প্রশংসিত হন তিনি। এদিকে দেশের সার্বিক পরিস্থিতির কারণে গত কয়েক মাসে বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানের সংখ্যাও কমে গেছে। বর্তমানে ধীরে ধীরে পরিস্থিতির উন্নয়নের সঙ্গে সঙ্গে নতুন অনুষ্ঠানও যোগ হচ্ছে। সেসব অনুষ্ঠানের ডাকও পাচ্ছেন বলে জানালেন শিমুল। অন্যদিকে বর্তমানে এশিয়ান টিভি’র লাইভ মিউজিক্যাল প্রোগ্রাম উপস্থাপনা করছেন তিনি। এ উপস্থাপিকা বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় পরিবর্তন হচ্ছে। অনুষ্ঠানেও তার প্রভাব পড়েছে। আগে দেশ টিভিতে তিনটি শো উপস্থাপনা করতাম। কিন্তু সেগুলো বন্ধ হয়ে গেছে। আরও দু’টি চ্যানেল থেকে নতুন দু’টি মিউজিক্যাল শো উপস্থাপনার প্রস্তাব এসেছে। সেগুলো ব্যাটে বলে মিলে গেলে করবো। কথার সূত্র
ধরে শিমুল বলেন, আমি বেশ অলস প্রকৃতির। ঘুমাতে পছন্দ করি। সে কারণে একদম অনেক কাজ একসঙ্গে করা হয়নি। টিভি অনুষ্ঠানগুলোর পাশাপাশি করপোরেট শোগুলো করছি। এদিকে একটি সিনেমায় অতিথি চরিত্রেও দেখা মিলেছে সাদিয়া শিমুলের। সামনে কি অভিনয়ে পাওয়া যাবে? উত্তরে তিনি বলেন, একদিন আগেও একটি সিনেমার প্রস্তাব পেয়েছি। ওয়েবের প্রস্তাবও আছে। কিন্তু আমি একটু রক্ষণশীল পরিবার থেকে আসা। যদি সব কিছু মনের মতো হয় তবেই কাজ করবো। তাছাড়া নাটকেরও প্রস্তাব রয়েছে, ব্যাটে-বলে মিললে করবো। শিমুল বলেন, অভিনয় করি আর না করি। উপস্থাপনাটা করে যেতে চাই। এ জায়গাটাই আমার ভালোবাসা ও প্যাশনের জায়গা।