অনলাইন
১১ বছর বয়সে অপহরণ, ১০ বছর পর হামাসের ডেরা থেকে উদ্ধার তরুণী
মানবজমিন ডিজিটাল
(৪ সপ্তাহ আগে) ৫ অক্টোবর ২০২৪, শনিবার, ৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪১ অপরাহ্ন
ইরাক থেকে ১১ বছরের ফৌজিয়া আমিন সিডোকে অপহরণ করেছিল উগ্রপন্থী আইসিস। নিজের দেশ থেকে তাকে তুলে নিয়ে চলে গিয়েছিল গাজা প্রদেশে। তারপর কেটে গেছে ১০ বছর। ইরাক থেকে ফৌজিয়াকে অপহরণ করে নিয়ে এসে গাজায় হামাসের এক বাঙ্কারে রেখে দেওয়া হয়েছিল। এতে কোনও সন্দেহ নেই যে, গত ১০ বছর ধরে তার ওপর ব্যাপক অত্যাচার চালানো হয়েছে। মার্কিন নেতৃত্বে এক মাসব্যাপী অভিযানের পর গাজায় ইসরায়েলি বাহিনী তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ফৌজিয়াকে (২১) এই সপ্তাহের শুরুতে উদ্ধার করা হয়। ইরাকে পৌঁছানোর পরপরই তার পরিবার তাকে বুকে জড়িয়ে ধরেন, তার একটি ফুটেজ কর্মকর্তারা প্রকাশ করেছেন। ইসরাইলি সামরিক বাহিনী বলেছে যে, ইসরাইল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক নেতাদের দ্বারা সমন্বিত একটি অপারেশনের পর সিডোকে উদ্ধার করা হয়। তার বয়স যখন ১১, তখন ফৌজিয়াকে উগ্রপন্থী আইসিস গাজার এক হামাস সদস্যের কাছে পাচার করে দিয়েছিলো। এমনকী যে হামাস সদস্যের কাছে বন্দি হয়েছিল সে, সেই জঙ্গিকেও খতম করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কূটনীতি ব্যুরোর প্রধান ডেভিড সারাঙ্গা বলেছেন, ফৌজিয়ার গল্পটি ইয়াজিদি শিশুরা যে বর্বরতার সম্মুখীন হয়েছিল সেকথা স্মরণ করিয়ে দেয়।
২০১৪ সালের পর অন্তত ১ লক্ষ ইয়াজিদি ইরাক ছেড়ে আমেরিকা, অস্ট্রেলিয়া বা কানাডায় চলে গিয়েছিল। ইসরাইল-প্যালেস্টাইন সংঘাতে নতুন সংযোজন ঘটেছে লেবানন, ইরান, ইয়েমেনের। হামাসের সঙ্গে 'যুদ্ধ' শুরু করা ইসরাইল সেনারা এখন লড়ছে হিজবুল্লার সঙ্গেও। এদিকে ইসরাইলে বারবার হামলা করছে ইরান-ইয়েমেন। যদিও হামাসের বিরুদ্ধে হামলা চালানো বা গাজায় তল্লাশি অভিযান বন্ধ করেনি নেতানিয়াহুর দেশ। এই অভিযানেই উদ্ধার করা সম্ভব হয়েছে ফৌজিয়াকে।
সূত্র : এনডিটিভি
এগুলো ইহুদি প্রোপাগান্ডা। ফিলিস্তিনে, লেবাননে আক্রমণ বৈধ করার নিষ্ফল চেষ্টা।
This is the drama we see in Rana Plaza. The same drama also play Israel now.
এনডিটিভি ইসরাইলি মুখপাত্র।