বিবিধ
আলোহা বাংলাদেশের নতুন কোর্স ‘আলোহা জিওমেট্রি ল্যান্ড’ এর উদ্বোধন ও সার্টিফিকেট প্রদান
(৯ মাস আগে) ৫ অক্টোবর ২০২৪, শনিবার, ২:০৫ অপরাহ্ন

আলোহা বাংলাদেশের আয়োজনে রাজধানীর কেআইবি কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোহা বাংলাদেশ এর নতুন কোর্স ‘আলোহা জিওমেট্রি ল্যান্ড’ উদ্বোধন ও আলোহা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে। এরপর সবাইকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্ব “চীন-বাংলাদেশ সাংস্কৃতিক আদান-প্রদান”। এ পর্বে চীন ও বাংলাদেশের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও শিক্ষামূলক প্রেজেনন্টেশন প্রদান করে। এই পর্বে শিশুদের ভাষা ও উপস্থাপন দক্ষতার প্রকাশ ঘটে।
দ্বিতীয় পর্বের শুরুতে স্বাগত বক্তব্য দেন আলোহা ইন্টারন্যাশনালের পরিচালক মিস কিরণ মাতওয়ানি। তিনি বলেন, “আলোহা বাংলাদেশ প্রায় দুই দশক ধরে শিশুদের মস্তিস্ক মানোন্নয়নের কাজ করে যাচ্ছে মেন্টাল এ্যারিথমেটিক কোর্সের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আজ আরও একটি নতুন কোর্সের যাত্রা শুরু হতে যাচ্ছে। এ কোর্সটি দীর্ঘ গবেষণার ফসল এবং আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয় হলো সারা বিশ্বের মধ্যে বাংলাদেশেই প্রথম এই কোর্সের ব্যাচ শুরু হচ্ছে”। তিনি এই কোর্সের মাধ্যমে শিশুর বুদ্ধিদীপ্ত বিকাশ ঘটবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
এরপর আলোহা বাংলাদেশ এর নতুন কোর্স “আলোহা জিওমেট্রিল্যান্ড” এর উদ্বোধন করা হয়। চোখ ধাধানো এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে আলোহা জিওমেট্রিল্যান্ড এর লোগো উন্মোচিত হয়। উদ্বোধন করেন আলোহা জিওমেট্রি ল্যান্ড এর ফাউন্ডার মিঃ গুওলিং ঝো এবং আলোহা ইন্টারনশেনালের ফাউন্ডার এন্ড চেয়ারম্যান মিঃ লোহ্ মুন সাঙ । উদ্বোধন শেষে আগত অতিথিসহ ফটোসেশনের পর একটি অডিও ভিজ্যুয়াল প্রেজেনটেশনের মাধ্যমে এ কোর্সের বিস্তারিত তুলে ধরা হয়। এরপর প্রশ্নোত্তর পর্বে কোর্স সম্পকে উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রম্নের উত্তর দেয়া হয়।
শেষ পর্বে এ বছর আলোহা ইন্টারন্যাশনাল মেন্টাল এরিথমেটিক কম্পিটিশনের আন্তর্জাতিক আসর স্পেনের মাদ্রিদে বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী হায়দার চৌধুরী, চেয়ারম্যান সাইফুল করিম এবং ডিরেক্টর মোঃ শামসুদ্দিন টিপু। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও রেজিষ্ট্রেশনকৃত অতিথিসহ প্রায় ৯০০ জন উপস্থিত ছিলেন।
আলোহা জিওমেট্রি ল্যান্ড কোন একাডেমিক শিক্ষা নয় এটি একটি ১২ পর্বের খেলা যা একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে দিয়ে পরিচালিত হয় এবং খুবই আনন্দের সাথে শিশুরা তাদের দক্ষতার বিকাশ ঘটায়। ৩ মাসের এই কোর্সটি ৩ থেকে ৭ বছরের শিশুদের জন্য তৈরী করা হয়েছে।
উল্লেখ্য আলোহা বাংলাদেশ গত ১৮ বছরেরও বেশি সময় ধরে শিশুদের মেন্টাল অ্যারিথমেটিক কোর্স পরিচালনা করছে। বর্তমানে আলোহা বাংলাদেশের ৮১ টি শাখায় প্রায় ২২ হাজারের বেশি শিক্ষার্থী যুক্ত আছে। ২০০৬ সালের মার্চ থেকে এদেশে কার্যক্রম পরিচালনা করছে আলোহা বাংলাদেশ। আলোহা আইএসও সনদ প্রাপ্ত লানিং সিস্টেম যা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, ভারত,মালয়েশিয়া ও বাংলাদেশসহ বিশে^র ৪২টি দেশের ৬০ লাখের বেশি শিক্ষার্থীদের সাথে কাজ করে।