ঢাকা, ১৩ জুলাই ২০২৫, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ মহরম ১৪৪৭ হিঃ

শেষের পাতা

শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না

স্টাফ রিপোর্টার
৫ অক্টোবর ২০২৪, শনিবার
mzamin

শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার গণসংহতি আন্দোলন গাজীপুর জেলা কমিটির উদ্যোগে গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
জোনায়েদ সাকি বলেন, শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার (অন্তর্বর্তীকালীন সরকার) প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই শহীদদের সংগ্রামী আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। ফ্যাসিবাদী হাসিনাকে বাংলাদেশের জনগণ উচ্ছেদ করেছে। কিন্তু রাষ্ট্রের ছত্রে ছত্রে ফ্যাসিবাদ বিদ্যমান রয়েছে। ওই পুরোনো রাষ্ট্র সংস্কার ও রূপান্তরের সংগ্রামই আমাদের করতে হবে। এই গণঅভ্যুত্থানের বড় অর্জন আওয়ামী ফ্যাসিবাদকে হটানো।

তিনি বলেন, সমস্ত বিভাজন দূর করে সকল জাতি সম্প্রদায়ের মানুষ তথা ধর্ম, বর্ণ, লিঙ্গভেদে- এই রাষ্ট্র পার্থক্য করবে না, বৈষম্য করবে না। রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে সকলে বাংলাদেশের নাগরিক। এই ভিত্তি ধরে জনগণের ঐক্য  প্রতিষ্ঠা করতে হবে। যেভাবে লুটপাট, দুর্নীতি, দুঃশাসন ও স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ৫৩ বছরে বাংলাদেশ চলেছে, সেভাবে আর চলতে দেয়া হবে না। 
সাকি বলেন, গাজীপুরসহ দেশের বিভিন্ন জায়গায় গার্মেন্টেসে যে আন্দোলন এবং গোলমেলে পরিস্থিতি চলছে- সেখানে জরুরি ভিত্তিতে শৃঙ্খলা আনতে হবে। নিয়মতান্ত্রিকভাবে দাবি-দাওয়া তুলতে হবে। গার্মেন্টস নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র করতে দেয়া হবে না। শ্রমিকরা যাতে সেই ষড়যন্ত্র বুঝে তা নস্যাৎ করে দিতে পারে, সে বিষয়েও শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। 

গাজীপুর জেলার আহ্বায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য লিটন হোসেনের সঞ্চালনায় সভায় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রায়, গাজীপুর জেলা কমিটির নেতা ফজলুল হক ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।

 

পাঠকের মতামত

100% right

Khan
৫ অক্টোবর ২০২৪, শনিবার, ১:৫৬ অপরাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status