খেলা
বিশ্বকাপে যেভাবে প্রিয়জনদের সম্মান জানাচ্ছে দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক
৫ অক্টোবর ২০২৪, শনিবারপ্রিয়জনদের সম্মান জানাতে ভিন্নতা বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়া নারী ক্রিকেটারদের জার্সির কলারে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নাম এমব্রয়ডারি (সেলাইয়ের কাজ) করে লেখা থাকবে। আইসিসি জানায়, দক্ষিণ আফ্রিকা নারী দলের প্রত্যেক খেলোয়াড়ের জার্সির কলারের ভেতরের অংশে নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ ব্যক্তির নাম লেখা থাকবে। সেটা মাুবাবা, ভাইবোন, দাদা-দাদি, প্রেমিক, স্বামী, কাছের বন্ধু এমনকি কোচও হতে পারেন। মাঠের বাইরে থাকা আপনজনদের স্মরণ করিয়ে দেওয়াই এর উদ্দেশ্য। যেমন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্ট নিজের জার্সিতে মা, বাবা, দাদি, লুকা নামের একজন এবং কোচ লরি ওয়ার্ডের নাম লিখিয়েছেন। আর দলটির উইকেটকিপার সিনালো জাফটা লিখিয়েছেন তার মা ও পরামর্শকের নাম। উইকেটকিপার জাফটা এ প্রসঙ্গে বলেন, ‘যখন আমি জার্সির দিকে তাকাব এবং আমার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম দেখব, তখন মাঠে নিজেদের সেরাটা দেওয়ার কথা স্মরণ করিয়ে দেবে এবং তাঁদের কথা মনে করিয়ে দেবে, যারা প্রথম দিন থেকেই আমার পাশে আছেন।’
অধিনায়ক ভলভার্ট বলেছেন, ‘এটা আমার কাছে এক টুকরো বাড়িকে নিজের সঙ্গে নিয়ে চলার মতো ব্যাপার, যা টুর্নামেন্টের সময় আমাকে শক্তি জোগাবে। আমার মনে হবে মাঠে আমি একা নেই; প্রিয়জনেরাও আমার সঙ্গে আছে।’নিজেদের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে গত বছর অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় দক্ষিণ
আফ্রিকা। ভক্তদের সঙ্গে যুক্ত থাকতে এবং ভক্তরা যেন দলকে অনুপ্রাণিত করে, সে লক্ষ্যে তারা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি বার্তা ব্যবহার করবে, ‘সব সময় জেগে ওঠো- আমার জন্য, তার জন্য, তাদের জন্য, সবার জন্য, দক্ষিণ আফ্রিকার জন্য, প্রোটিয়াদের জন্য।’