রাজনীতি
প্রতিটি ছাত্রকে আদর্শিক নেতৃত্বের জন্য প্রস্তুত হতে হবে: ছাত্রশিবির
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৫:৫৮ অপরাহ্ন
দেশের প্রতিটি ছাত্রকে আদর্শিক নেতৃত্বের জন্য প্রস্তুত হতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম।
শুক্রবার রাজধানীর পল্লবির ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারের অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে কর্মী সমাবেশে ‘২০২৪’ তিনি এ মন্তব্য করেন। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শাখার সেক্রেটারি হাফেজ আবু তাহেরের সঞ্চালনায় এবং সভাপতি এইচ এম সালাহউদ্দিন মাহমুদের সভাপতিত্বে এ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ড. রেজাউল করিম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত, ঢাকা অঞ্চল পশ্চিমের তত্ত্বাবধায়ক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহসহ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা এমন একটি সময় পার করছি, যখন দেশের প্রতিটি ছাত্রকে আদর্শিক নেতৃত্বের জন্য প্রস্তুত হতে হবে। ছাত্রশিবির একটি আদর্শিক কাঠামোর ওপর প্রতিষ্ঠিত সংগঠন, যা জাতিকে আলোর পথ দেখানোর জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমরা চাই, প্রতিটি কর্মী তার যোগ্যতার সর্বোচ্চটুকু দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।