ঢাকা, ১৯ জুলাই ২০২৫, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফের জামিন নামঞ্জুর

কুষ্টিয়া প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার
mzamin

কুষ্টিয়ায় এক বিএনপিকর্মীকে হত্যা মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার সাবেক এমপি আব্দুর রউফের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে গত বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে কুষ্টিয়া সদর আমলি আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। আদালতে রউফের আইনজীবী তার জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কুষ্টিয়া সদর কোর্টের জিআরও ইস্কেন্দার  এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর থেকে আব্দুর রউফকে গ্রেপ্তার করে র‌্যাব। পরেরদিন বুধবার সকালে তাকে ঢাকা জেলার গোয়েন্দা শাখার নিকট হস্তান্তর করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৩ই সেপ্টেম্বর সুজন মালিথা (৪৫) নামে এক বিএনপিকর্মীকে গুলি করে হত্যার অভিযোগে ঘটনার ৫ বছর পর ২৯শে সেপ্টেম্বর দলীয় ভাই পরিচয় দিয়ে সুজন হোসেন নামে এক ব্যক্তি কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় কুষ্টিয়ার সাবেক এসপি এসএম তানভীর আরাফাত, মডেল থানার ওসি নাসির উদ্দিন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফ ও আওয়ামী লীগের নেতাসহ ১৫ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০ থেকে ১২ জনকে। উক্ত মামলায় কুষ্টিয়া ৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক এমপি আব্দুর রউফকে ৮ নম্বর আসামি করা হয়েছে। আব্দুর রউফ দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও কুমারখালীর বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামের মৃত হাজী মোকাদ্দেস হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত সুজন মালিথা কুষ্টিয়ার নিয়মিত বিএনপি’র বিভিন্ন প্রোগামে উপস্থিত থেকে নেতাকর্মীদের উৎসাহ প্রদান করতো। সেজন্য আসামিরা তাকে হত্যার ষড়যন্ত্র করতে থাকে। ২০১৯ সালের ১৩ই সেপ্টেম্বর তিনি বিএনপি’র প্রোগাম শেষ করে রাতে বাড়িতে ফিরে আসার পর রাত ১২টা ২০ মিনিটের দিকে আসামিরা তাকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর রাত দেড়টার দিকে কুষ্টিয়া মডেল থানাধীন মোল্লাতেঘরিয়া পূর্ব ক্যানালের পাড়ে তাকে গুলি করে হত্যা করে। নিহত সুজন সদর থানার টাকিমারা এলাকার ইসমাইল মালিথার ছেলে। এদিকে আসামিরা ভয়ভীতি দেখিয়ে মামলা করতে বাধা দেয়ায় ঘটনার পাঁচ বছর পর মামলা দায়ের করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী সুজন হোসেন। তিনি কুষ্টিয়া সদর থানার লালন শাহ সড়ক এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খাইরুজ্জামান বলেন, শুনানির জন্য আদেশ পেলে তখন আমরা কোর্টে যাই। তাছাড়া কোনো রিমান্ড আবেদনও করা হয়নি। তবে সাবেক এমপি আব্দুর রউফের স্ত্রী জান্নাতুন নাহার মুঠোফোনে  বলেন, ’আমার স্বামী একজন জনদরদি মানুষ। ঘটনার ৫ বছর পরে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিএনপি নেতার পরকীয়া/ রাতভর গাছে বেঁধে রাখার পর বিয়ের সিদ্ধান্ত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status