শেষের পাতা
ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১০২২
স্টাফ রিপোর্টার
৪ অক্টোবর ২০২৪, শুক্রবারদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই সময়ে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ জনে। এ ছাড়া হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ১২১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৩ জন। এ ছাড়া ঢাকা বিভাগে ১৬৯ জন, ময়মনসিংহে ৪২ জন, চট্টগ্রামে ১৪৩ জন, খুলনায় ১১৯ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ৯৩ জন এবং সিলেট বিভাগে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি রয়েছেন ৩ হাজার ৫৫১ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে রয়েছেন ১ হাজার ৭৯২ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৭৫৯ জন।
চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১৯ হাজার ৩৩৮ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৭৮৩ জন। এ বছরের প্রথম ৮ মাসের মধ্যে ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি হাসপাতালে ভর্তি হয়েছে সেপ্টেম্বরে। ওই মাসে ১৯ হাজার ২৪১ জন হাসপাতালে ভর্তির পাশাপাশি ৮৩ জনের মৃত্যু হয়েছে। আর চলতি অক্টোবরের প্রথম ৩ দিনে ৩ হাজার ১৮৩ জন ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১৪ জনের।