অনলাইন
সীতাকুণ্ডে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
(৯ মাস আগে) ৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪৯ অপরাহ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। সীতাকুণ্ড থানা সূত্রে জানা গেছে, কুমিরার ইউনিয়ন ডাল চাল মাজার এলাকার বাসিন্দা মো. ইব্রাহিম খলিল নিশান নামের এক ব্যবসায়ী গত শুক্রবার বাদী হয়ে তার গ্যারেজে আগুন ও ভাঙচুরের ঘটনায় একটি মামলায় দায়ের করেন। মামলায় আসামি করা হয় সীতাকুণ্ডে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও ৫০ জনকে অজ্ঞাত আসামি করে এই মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- উপজেলা মুরাদপুর ইউনিয়নে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ দানু মিয়া ও বাড়বকুণ্ড ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, ওই ওয়ার্ডের যুবলীগের সভাপতি খোকন ও পৌরসভা ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা আব্দুল মান্নান।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, এই মামলায় এজাহারভুক্ত আসামি রয়েছে ২৬ জন । এছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছে ৫০ জন। গ্রেফতারকৃত ৪ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত
উনাকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে, ঐ মামলায় উনাকে আসামী করা হয় নাই। ঘটনাস্থল: উনার বাড়ি থেকে ১০-১৫ কি. মি দূরে। এজাহার নামীয় আসামীরা সবাই বাইরের।