ঢাকা, ১০ নভেম্বর ২০২৪, রবিবার, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

জাতিসংঘে ইউনূসের সফল দৌত্যে চিন্তায় নয়াদিল্লি

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ২ অক্টোবর ২০২৪, বুধবার, ৩:৪১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:০৬ অপরাহ্ন

mzamin

বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন রুখতে নতুন অন্তর্বর্তীকালীন সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে ক্ষোভ বাড়ছে সাউথ ব্লকে। সে কারণে মুহাম্মদ ইউনূস চাইলেও জাতিসংঘের সাধারণ সম্মেলনে তাঁর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এড়িয়ে গিয়েছিলেন বলে সূত্রের খবর। তবে মোদীর সঙ্গে বৈঠক না হলেও আমেরিকার সিলমোহর নিয়ে সফল ভাবেই আন্তর্জাতিক দৌত্য সারলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। যা দিল্লির আশঙ্কা বাড়িয়েছে।

সাধারণ সম্মেলনে নিজে বক্তৃতা দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন ইউনূস। পাশাপাশি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, বিশ্ব ব্যাঙ্কের প্রধান এবং এডিবি-র শীর্ষকর্তার সঙ্গেও আলাদা করে আলোচনা হয়েছে তাঁর। এই সব আলোচনার মূল সূর একটাই। শেখ হাসিনা-পরবর্তী বাংলাদেশের সরকারি নেতৃত্বের প্রতি পশ্চিমি দুনিয়া এবং আমেরিকার পূর্ণ সমর্থন এবং সহযোগিতা থাকবে ভবিষ্যতে। যে সহায়তার কৌশলগত, বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভূমিকা রয়েছে। এক কথায়, ভারতের প্রতি দ্বিপাক্ষিক নির্ভরতার জায়গা সঙ্কুচিত করাই এই মুহূর্তে ইউনূস সরকারের লক্ষ্য কি না, সেই প্রশ্নও উঠে আসছে কূটনৈতিক মহলে।

সাউথ ব্লকের চিন্তা বাড়িয়ে নিউ ইয়র্কে ইউনূসের দৌত্য তালিকা প্রসারিত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গেও। সূত্রের খবর, সার্ক-কে জাগিয়ে তোলা ও বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করা নিয়ে কথা হয় ইউনূস-শরিফের। কূটনৈতিক মহলের বক্তব্য, বিদেশ মন্ত্রক গত ১০০ দিনে কাজকর্মের খতিয়ানে বাংলাদেশের প্রসঙ্গ না রাখলেও এই মুহূর্তে ঢাকার সঙ্গে সম্পর্কের কৌশল রচনাই মোদী সরকারকে অগ্রাধিকারের মধ্যে রাখতে হবে।

পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা থেকে স্পষ্ট, বাংলাদেশ এখন তার নীতির কেন্দ্রে জামায়াতে ইসলামীকে আরও বেশি করে রাখতে চাইছে। যা স্বস্তির নয় নয়াদিল্লির কাছে। আপাতত দু’টি বিষয় স্পষ্ট। এক, এই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বৈধতা পেয়ে গিয়েছে সে দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে। দুই, ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক আগামী দিনে এগোলে তা নিয়ন্ত্রণ করার মতোকূটনৈতিক অস্ত্র এখনও ভারতের হাতে নেই। তাৎপর্যপূর্ণ ভাবে, জাতিসংঘে বাংলায় বক্তৃতা দিয়েছেন ইউনূস। এই বার্তাই তিনি দিতে চেয়েছেন, ক্ষমতার বদল হলেও তাঁকে শুধু ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে দেখা ঠিক নয়। বাংলাদেশের জাতিসত্তার স্বকীয়তাতেই তিনি বিশ্বাসী।

সূত্র- আনন্দবাজার

পাঠকের মতামত

পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলংকা, বাংলাদেশসহ সার্কভুক্ত প্রায় সকল দেশের সঙ্গেই উগ্র-হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদির (ভারত) সরকারের কূটনৈতিক সম্পর্ক তলানিতে অবস্থান করছে! বলার অপেক্ষা রাখে না যে একঘেয়েমি পররাষ্ট্রনীতির কারণে, এই অঞ্চলের জনগণ তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে!! বিধায়, এ অঞ্চলে মুদি বা ভারতের অনুগত দলগুলো সরকার গঠনে চরমভাবে ব্যর্থ হচ্ছে।

Abu salman
৬ অক্টোবর ২০২৪, রবিবার, ৭:৩৯ পূর্বাহ্ন

ওপারের দাদা বাবুরা চিন্তায় আছে, তার মানে আমরা সঠিকপথে এগুচ্ছি।

Rahman
৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৫:৩৬ অপরাহ্ন

নয়াদিল্লি চিন্তিত থাকা মানেই আমরা সঠিক পথে এগোচ্ছি।

হারুন
৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১১:১৭ পূর্বাহ্ন

বাংলাদেশের জনগন যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ভারত আমাদেরকে পায়ে পড়বে ইনশাল্লাহ

MASUM
৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৫১ পূর্বাহ্ন

পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলংকা, বাংলাদেশসহ সার্কভুক্ত প্রায় সকল দেশের সঙ্গেই উগ্র-হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদির (ভারত) সরকারের কূটনৈতিক সম্পর্ক তলানিতে অবস্থান করছে! বলার অপেক্ষা রাখে না যে একঘেয়েমি পররাষ্ট্রনীতির কারণে, এই অঞ্চলের জনগণ তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে!! বিধায়, এ অঞ্চলে মুদি বা ভারতের অনুগত দলগুলো সরকার গঠনে চরমভাবে ব্যর্থ হচ্ছে।

রুহুল আমি রাব্বি
৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৮:৫৮ পূর্বাহ্ন

ওপারের দাদার যখন আমাদের নিয়ে কটাক্ষ ও আত্ম সমালোচনা করবে তখন বুঝবেন আমরা সঠিক পথেই আছি।

মো:আব্দুল হান্নান
৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৮:১৭ পূর্বাহ্ন

ভারতে ও জীবিত কয়েকজন নোবেল নিজয়ী আছেন।কিন্ত আমাদের ড: ইউনুসের মত প্রতিভাবান,ভিসনারি,উদ্ভাবনী চিন্তার ব্যক্তিত্ব কি আছেন? জাতি সংঘে ড:ইউনুসেই যেন প্রধান আকর্ষন ছিল,এই বিশ্বজয়ী জননন্দিত দেশমায়ের কিম্বদন্তী সন্তানকে পেয়ে আজ আমরা গর্বিত।

Ashraf Chowdhury
৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৮:১৩ পূর্বাহ্ন

নয়াদিল্লি চিন্তিত মানেই আমরা সঠিক পথে আছি।

পারভেজ হোসেন
৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ২:২৭ পূর্বাহ্ন

ভারত, অখণ্ড ভারতের স্বপ্ন দেখা বন্ধ করুণ, তানা করলে পুরো ভারত ভেঙ্গে যেতে পারে।

anonymous
২ অক্টোবর ২০২৪, বুধবার, ৭:১২ অপরাহ্ন

কোথায় জেনো পড়েছিলাম - ভারত আমাদের বিরোধিতা কিংবা আমাদের নিয়ে উৎকন্ঠিত হলে বুজতে হবে আমরা বাংলাদেশীরা সঠিক পথেই আছি !

বীর বাংগালী
২ অক্টোবর ২০২৪, বুধবার, ৬:৩০ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

১০

মার্কিন নির্বাচন: ইলেকটোরাল কলেজ ভোট/ ট্রাম্প ২৭৭, কমালা ২২৬

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status